আজকাল ওয়েবডেস্ক: সংসারে অশান্তি। শেষপর্যন্ত তা সহ্য করতে না পেরে গাজিয়াবাদে আত্মঘাতী স্বামী। এমন পরিণতি মেনে নিতে পারেননি স্ত্রী। দিল্লির রাস্তায় গলায় দড়ি দিলেন স্ত্রীও। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম প্রতাপ চৌহান (৩২) এবং শিবানী চৌহান (২৮)। গাজিয়াবাদের লোনি বর্ডার এলাকায় ঘটনা। আত্মঘাতী এই দম্পতির এক সন্তান রয়েছে।
স্বামীর সঙ্গে ঝগড়া করে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন শিবানী। রাগের মাথায় জানিয়েছিলেন আর ফিরেন না তিনি। তার কিছু সময় পরই প্রতাপের কাকিমা মীরা বাড়িতে ঢুকে দেখেন, প্রতাপ গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। কাকিমার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেন পুলিশে।
স্বামীর আত্মঘাতী হওয়ার খবর জানাতে শিবানীকে ফোন করেন প্রতাপের কাকিমা। অনেকক্ষণ ফোন কেটে দিলেও শেষে ফোন ধরেন শিবানী। প্রতাপের আত্মহত্যার খবর শুনে ফোন কেটে দিয়েছিলেন।এর কিছুক্ষণের মধ্যেই উত্তর দিল্লি যাওয়ার রাস্তায় একটি লাইট পোস্টে শিবানীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। শিবানীর পকেট থেকে একটি মোবাইল ফোন দেখতে পায় পুলিশ, যা বন্ধ ছিল। ফোনটি চালু করার পর, পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিবানীর মৃত্যুর খবর জানায়। তদন্তকারীদের অনুমান, স্বামীর আত্মহত্যার খবর পেয়েই তিনি নিজেকে ক্ষতম করে দিলেন।
ময়নাতদন্তের জন্য দু'টি দেহই পাঠিয়েছে গাজিয়াবাদ পুলিশ। মেলেনি কোনও সুইসাইড নোট।
