আজকাল ওয়েবডেস্ক: পরনে শুধুমাত্র অন্তর্বাস। অর্ধনগ্ন অবস্থায় ব্যালকনি থেকে সোজা নীচে ঝাঁপ দিয়েই পালালেন এক যুবক। জনসমক্ষে এহেন কাণ্ডে ছড়াল চাঞ্চল্য। শুধু কি তাই! সেই মুহূর্তের ভিডিও ঘিরে এবার সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা। 

 

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সরু গলির মধ্যে একটি বাড়ির ভিতর থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে অর্ধনগ্ন এক যুবক। পরনে শুধুমাত্র জাঙ্গিয়া। অর্ধনগ্ন অবস্থাতেই পালানোর চেষ্টা করছেন তিনি। এদিকে গলির মুখে আম জনতাও হাজির। সকলেই হা করে দৃশ্যটি দেখছেন। কেউ কেউ হাসতে হাসতে লুটিয়ে পড়ছেন। 

 

তখনই সাহসী পদক্ষেপ করলেন যুবক। অর্ধনগ্ন অবস্থাতেই ব্যালকনি থেকে সোজা নীচে ঝাঁপ দিলেন। তারপরেই ছুটে পাশের গলি দিয়ে পালিয়ে গেলেন। এই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ আবার দুশ্চিন্তাও প্রকাশ করেছেন। 

 

জানা গেছে, এক বিবাহিত তরুণীর প্রেমে পড়েছিলেন যুবক। যে সময় বাড়িতে স্বামী ছিলেন না, তখনই যুবককে ঘরে ডাকেন তরুণী। সেই ডাকে সাড়া দিতে গিয়েই ঘটল বিপত্তি। আচমকাই তরুণীর স্বামী বাড়িতে চলে আসেন। ঘরে ঢুকে যুবকের সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন‌। দু'জনেই অর্ধনগ্ন ছিলেন। তরুণীর স্বামীর ভয়েই অর্ধনগ্ন হয়ে পালিয়ে যান ওই যুবক। উঁচু থেকে ঝাঁপ দেওয়ার পর তাঁর কোনও চোট লেগেছে কি না, তা নিয়েও কৌতুহল দেখান নেটিজেনরা।