আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের ঝুনঝুনু জেলায় হাড়-হিম কাণ্ড। ২ ও ৩ অগাস্ট, মাত্র দু'দিনে এক ব্যক্তি ২৫টিরও বেশি কুকুরকে গুলি করে হত্যা করেছে। যা জানাজানি হতেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত- ডুমরার বাসিন্দা শেওচাঁদ বাভারিয়া, গ্রামে রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি পথ-কুকুরদের দেখামাত্রই গুলি করেন। সেই ভয়াবহ দৃশ্যের ক্লিপ ভাইরাল হয়েছে। কুকুরপ্রেমীরা যা দেখে চরম আতঙ্কিত।
ভাইরাল ফুটেজে, রক্তাক্ত কুকুরদের মৃতদেহ গ্রামের রাস্তা এবং মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে। যা গ্রামবাসী এবং পশুপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। দৃশ্যত আতঙ্কিত এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া কুকুরগুলি নৃশংস এক কাজের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল যা ওই অঞ্চলকে নাড়া দিয়েছে।
দুমরার বাসিন্দা, অভিযুক্ত শেওচাঁদ বাভারিয়া গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন, ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, তিনি পথ-কুকুরদের প্রথমে তাড়া করছেন, পরে তাদের গুলি করে মারছে।
এছাড়াও ভিডিও ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে আসা দু'জন ব্যক্তি রাইফেল দিয়ে পথ-কুকুরদের তাড়া করে গুলি করছে, যার ফলে তাদের রক্তাক্ত দেহ গ্রামের রাস্তায় এবং মাঠে লুটিয়ে পড়ছে।
ফুটেজে আংশিকভাবে দেখা যাচ্ছে, একটি পৃথক মোটরসাইকেলে সওয়ারী তৃতীয় ব্যক্তি, দু'জনের পিছনে পিছনে দাঁড়িয়ে ঘটনাটি রেকর্ড করছে। এই ব্যক্তি অপরাধে জড়িত কিনা, তা খতিয়ে দেকছে কর্তৃপক্ষ।
[VIEWER DISCRETION ADVISED]
— Harsh Trivedi (@harshtrivediii)
Over 25 stray dogs were shot dead during broad daylight on August 2nd & 3rd in Kumawas village of Rajasthan's Jhunjhunu district. An FIR has been lodged against accused identified as Shyochand Bawariya but he is yet to be arrested. @PetaIndia pic.twitter.com/slYhSWUt8YTweet by @harshtrivediii
পুলিশ সুপার ব্রিজেশ জ্যোতি উপাধ্যায় নিশ্চিত করেছেন যে, ভিডিও-টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ৪ অগাস্ট তদন্ত শুরু করা হয়। বাভারিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং অস্ত্র আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলেও, পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে। এবং ভিডিও-তে ধরা পড়া অন্যান্য স্থানীয়রাও যুক্ত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
"কুমাওয়াস গ্রামে কুকুরের উপর গুলি চালানোর ভিডিও-টি সম্পর্কে আমরা অবগত। বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ করা হয়েছে।" বলেছেন পুলিশ সুপার ব্রিজেশ জ্যোতি উপাধ্যায়।
পশুপ্রেমী এবং গ্রামবাসীরা এই নৃশংস কাজের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। পুলিশ দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। এলাকার কিছু সচেতন ব্যক্তি কেন্দ্রীয় সরকার এবং এর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মন্ত্রীদেরও এই পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন।
