আজকাল ওয়েবডেস্ক : আবারও চর্চার বিষয় দিল্লি মেট্রো! পাশাপাশি প্রশ্ন উঠেছে মেট্রো রেলে সাধারণ নিরাপত্তা নিয়েও।
মাঝেমধ্যেই মেট্রোতে ঘটে যাওয়া নানা কীর্তি সংবাদের শিরোনামে উঠে আসে। কত লোকে কত কাণ্ডই না ঘটান মেট্রোতে। সে দিল্লি মেট্রো হোক কিংবা কলকাতা মেট্রো। কোনটাই বাদ নেই। সম্প্রতি ফের মেট্রোতে ঘটে যাওয়া অদ্ভুত একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটিতে এক যুবককে দিল্লি মেট্রোর সিটে বসে প্রকাশ্যে মদ্যপান করতে দেখা গিয়েছে। একইসঙ্গে তাঁকে সিদ্ধ ডিম ছুলে তা মুখে পুরে নিতেও দেখা যাচ্ছে। এক হাতে মদের গ্লাস, অন্য হাতে ডিম, চলন্ত মেট্রোতে যুবককে এই অবস্থায় দেখামাত্রই চটে লাল হয়ে গিয়েছেন নেটিজেনরা। কমেন্টে মেট্রোর নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন করেছেন, কড়া নিরাপত্তা বেষ্টনী থাকা সত্বেও কী করে ওই যুবক মেট্রোতে মদ নিয়ে ঢুকে পড়লেন? ভাইরাল এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
ভিডিওটি সমাজমাধ্যমে পোস্ট হওয়ার পরেই তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাটি নিয়ে তীব্র শুরু সমালোচনা হয়েছে নেটপাড়ায়। নিরাপত্তায় খামতি কেন? এবং ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? তাও জিজ্ঞাসা করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। যদিও এখনও অবধি দিল্লি মেট্রোর তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি বলেই খবর।
