আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার বধরার পর এবার মহারাষ্ট্রের নাসিক। ট্রেনে গো-মাংস নিয়ে উঠছেন। শুধুমাত্র এই সন্দেহের বশে ট্রেনেই বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল তাঁর সহযাত্রীদের বিরুদ্ধে। নাসিকে ঘটে যাওয়া এই ঘটনা খতিয়ে দেখতে তৎপর হয়েছে জিআরপিও।
ঠিক কী ঘটেছিল? জিআরপি-র তরফে জানা গিয়েছে, ওই বৃদ্ধ ট্রেনে করে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। অভিযোগ, ট্রেনে তিনি গো-মাংস নিয়ে যাচ্ছেন। শুধুমাত্র এই সন্দেহের ভিত্তিতে চলন্ত ট্রেনেই বৃদ্ধকে হেনস্থা করতে শুরু করেন তাঁরই সহযাত্রীরা। হেনস্থার পাশাপাশি ইগাতপুরীর কাছে ওই বৃদ্ধকে ট্রেনের সহযাত্রীরা মারধরও করেন বলে অভিযোগ।
জানা গিয়েছে, হাজি আশরাফ মুনার নামে আক্রান্ত বৃদ্ধ জলগাঁও জেলার বাসিন্দা। কল্যাণে মেয়ের বাড়ি যাচ্ছিলেন ওই বৃদ্ধ। সেইসময় ট্রেনে ওই বৃদ্ধকে লক্ষ্য করে কটুক্তি শুরু করেন ট্রেনে থাকা বাকি যাত্রীদের একাংশ। বৃদ্ধের কাছে গো-মাংস রয়েছে। এই সন্দেহের বশে সহযাত্রীদের কাছে লাঞ্চনার শিকার হন হাজি আশরাফ মুনার। এরপরই ইগাতপুরীর কাছে বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে জিআরপি। ওই ভিডিওটির ভিত্তিতেই গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জিআরপি সূত্রে খবর। আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই সনাক্ত করা গিয়েছে কয়েকজনকে হামলাকারীকেও। যদিও ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনও মামলা নথিভুক্ত করা হয়নি বলেই খবর সূত্রের।
