আজকাল ওয়েবডেস্ক: সোনা বা অর্থ নয়, বরং ডাস্টবিন চুরি? ঠিক এমনই এক চাঞ্চল্যকর চুরির ঘটনা সম্প্রতি চণ্ডীগড়ে ঘটেছে। সেক্টর ৩৬-এ এই অদ্ভুত চুরির ঘটনাটি ঘটেছে। খবরে জানা গিয়েছে, এই চোরেরা দিনের আলোয় প্রকাশ্যে একটি বাড়িতে হানা দেয় অর্থ, গয়না বা মূল্যবান কিছুই চুরি করার জন্য নয়। তার বদলে এই চোর বাড়ির গেটের বাইরে রাখা দুটি ডাস্টবিন নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ১৪ আগস্ট বিকেল ৪টা নাগাদ। এই আশ্চর্যজনক ঘটনা উল্লেখিত বাড়ির মালিকের শেয়ার করা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ভিডিও ভাইরাল হতেই এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে৷
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দুজন অজ্ঞাত ব্যক্তি একটি টু-হুইলারে করে বাড়ির সামনে এসে থামে। দুজনের মুখেই হেলমেট ও মাস্ক ছিল, যাতে পরিচয় গোপন থাকে। ভিডিওতে দেখা যায়, তাদের একজন নিঃশব্দে বাড়ির গেটের কাছে গিয়ে রাখা দুটি ডাস্টবিন নিয়ে দ্রুত স্কুটারের দিকে ফিরে আসে। অন্য ব্যক্তি স্কুটারে অপেক্ষা করছিল। এরপর ডাস্টবিন নিয়ে দুজনে মিলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ৩৭ সেকেন্ডের এই ভিডিওতে স্কুটারের রেজিস্ট্রেশন নম্বর বা অন্য কোনও পরিচয়সংক্রান্ত তথ্য দেখা যায়নি। দুজনেরই মুখ ঢাকা থাকায় কাওকে শনাক্ত করা যায়নি।
বাড়ির মালিক এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি তিনি দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করার আবেদন জানান। তিনি পোস্টে পুলিশের উদ্দেশে লিখেছেন , 'সেক্টর ৩৬ চণ্ডীগড় | @chandigarhpolice অনুরোধ করছি, যারা আমার ডাস্টবিন নিয়ে গিয়েছে তাদের খুঁজে বের করতে সাহায্য করুন। বিষয়টি শুধুমাত্র ডাস্টবিন নিয়ে নয়, বরং আমাদের এলাকার নিরাপত্তার প্রশ্ন।'
চণ্ডীগড় পুলিশ তাঁর এই টুইটের কমেন্টে জবাব দিয়ে পালটা উত্তর দিয়েছে। তাঁকে তাঁর স্থানীয় কোনও থানায় যোগাযোগ করে অভিযোগ জানানোর পরামর্শ দেয়। পুলিশ মন্তব্যে লেখে, 'স্যার, অনুগ্রহ করে এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করুন।' বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে বলেই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে৷ দ্রুত অভিযুক্তদের শনাক্তের জন্য তল্লাশি চালিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত এই একই ধরনের আরেকটি অদ্ভুত চুরির ঘটনা ঘটেছে কেরালার আলুভা জেলার থোত্তুমুগম ব্রিজের কাছে। একটি মুদি দোকানে চুরির ঘটনাটি ঘটে। ৩ আগস্ট ঘটনাটি ঘটে। পরবর্তীতে ঘটনার খবর প্রকাশ্যে আসে। খবর মারফত জানা গিয়েছে, এক চোর মুদির দোকান থেকে নগদ অর্থ নয়, বরং রান্নার তেল ও কিছু খাবার সামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকানটিতে প্রায় পাঁচ হাজার টাকা নগদ অর্থ মজুত ছিল। অভিযুক্ত টাকার দানবাক্স এবং নগদ অর্থ অক্ষত অবস্থায় রেখে যায়।
আরও পড়ুনঃ মেঘের দেশে যৌনতার সীমা ছাড়ালেন তরুণী! মায়ের ঘুম ভাঙতেই যা হল...
সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, চোর প্রথমে কংক্রিটের মেঝে ড্রিল করে মুদির দোকানের ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু সফল হয়নি। পরে সে দোকানের প্রধান তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দোকানে প্রবেশ করে চোর ৩০টি ভার্জিন নারকেল তেলের বোতল নিয়ে যায়, যার প্রতিটির দাম প্রায় ৬০০ টাকা। এছাড়াও কিছু গিঞ্জেলি তেল, আপেল ও দুধ নিয়ে যায়। হিসেব অনুযায়ী কেবল নারকেল তেলেই প্রায় ১৮,৬০০ টাকার ক্ষতি হয়েছে দোকান মালিকের। বিশেষ করে 'ওনাম' উৎসবের আগে তেলের দাম ব্যাপক অর্থে বেড়ে যায়।
 
 চুরি করে দোকান ছাড়ার আগে, অভিযুক্ত সিসিটিভির তার কেটে দেয় যাতে সে ধরা না পড়ে। এই ঘটনায় কেরালা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
