আজকাল ওয়েবডেস্ক: কুম্ভ মেলা। বলা হয়, বিশ্বের সর্ববৃহৎ পূণ্যার্থীদের জমায়েত কুম্ভ। ২০২৫ সালের মহাকুম্ভ নিয়ে আলোচনা একেবারে শুরুর দিন থেকে। একদিকে কোটি কোটি মানুষের জমায়েত, অন্যদিকে একের পর এক পদপিষ্ট, অগ্নিকাণ্ডের ঘোটনা। তার মাঝেই যেমন নজর কেড়েছেন নানা কিসিমের ‘বাবা’, নজর কেড়েছেন মোহময়ী মোনালিসা। তেমনই নজরে বহু মানুষ, যাঁরা কয়েকদিনে ব্যবসায় বহু টাকা কামিয়েছেন।
তাঁদের মধ্যেই একজন এই যুবক, যাঁকে নিয়ে এই প্রতিবেদনে আলোচনা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই যুবক এক ছোট্ট স্ট্র্যাটেজিতেই কেল্লাফতে রয়েছেন। কুম্ভে দিনে প্রতিদিন লাভ করেছেন অন্তত পাঁচ হাজার টাকা।
কী এমন করলেন যুবক? জানা গিয়েছে, তিনি কুম্ভ মেলায় মূলত চা বিক্রি করছেন। যুবকের নাম শুভম প্রজাপতি। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তবে এই কুম্ভ মেলায় তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন, কিছু নতুন করার। কী করবেন ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নেন, চায়ের দোকান খুলবেন কুম্ভে।
ব্যাস। যেমন ভাবনা তেমন কাজ। এখানে তিনি একটি ছোট ট্রিক কাজে লাগিয়েছেন। সকালে যখন ভিড় অনেক বেশি থাকে, তখন তিনি দোকানে চা-জল বিক্রি করছেন। কিন্তু যখনই ভিড় কমে যায়, সন্ধের দিকে চা-এর পাত্র এবং জলের বোতল নিয়ে তিনি পৌঁছে যান পূণ্যার্থীদের পাশে। হিসেব বলছে, দিনে অন্তত সাত হাজার টাকার চা বিক্রি হচ্ছে। তাতে অন্তত পাঁচ হাজার টাকা লাভ হচ্ছে তাঁর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর ভিডিও। সেখানে অনেকেই বলছেন দিনে ৫হাজার টাকা লাভ হলে, বছরে কেবল চা বিক্রি করেই লাভ হবে লক্ষ লক্ষ টাকা। অনেকেই তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
