আজকাল ওয়েবডেস্ক: ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। এখানে মানুষের ভিড় হবে নজরে পড়ার মতো। ভারতের বিভিন্ন অংশ থেকে প্রচুর মানুষ এখানে এসে মেলায় যোগ দেবেন। আর এই সুযোগে নিজের কাজ করে ফেলতে চায় সাইবার অপরাধীরা। প্রশাসন সূত্রে খবর মিলেছে এবারের মহাকুম্ভমেলাকে বিশেষভাবে টার্গেট করেছে সাইবার অপরাধীরা। তারা ভক্তের বেশে মেলায় এসে দিব্যি নিজেদের কাজ করতে পারে। ফলে প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

 


ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, পুলিশ এবং বম্ব ডিস্পোজাল স্কোয়াড এবারের মহাকুম্ভ মেলাকে নিয়ে বিশেষ প্রস্তুতি সারছে। উত্তরপ্রদেশকে বর্তমানে টার্গেট করেছে সাইবার অপরাধীরা। তাই তারা নিজেদের জাল বিছানো হয়তো শুরু করেছে। তবে যাতে মেলায় আসা ভক্তরা সর্বসান্ত না হয়ে যান সেদিকে নজর রখেছে প্রশাসনের কর্তারা।

 


এবারের মহাকুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হবে। তাদের ফোনে হঠাৎ করে কোনও এসএমএস আসতে পারে বা সেখান থেকে যদি তারা কোনও ধরণের প্রতারণার শিকার হয়ে যান তাহলে অতি দ্রুত প্রশাসনের কর্তাদের জানানো হবে। মহাকুম্ভ মেলার কাছেই তৈরি থাকছে পুলিশের একটি বিশেষ টিম। তাদের কাছে থাকছে বিশেষ গাড়ি। সেখান থেকে সেই অপরাধীকে দ্রুত ট্র্যাক করার ব্যবস্থা থাকছে। থাকছে শক্তিশালী জিপিএস ট্র্যাকার। সেখান থেকেই যদি তারা দেখেন যে সেই অপরাধী মেলার মধ্যেই লুকিয়ে রয়েছে তাহলে তাকে ধরতে বেশি সময় লাগবে না। 


অপরাধীরা যাতে কোনওভাবে ভক্তদের সর্বসান্ত না করতে পারে সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার ক্রাইমের খবর আসছে। তাই ইতিমধ্যে দেশের সকলের ফোনে বিশেষ সতর্কবার্তা দিয়ে রেখেছে প্রশাসন। তবে মহাকুম্ভ মেলা থেকে যাতে সাইবার অপরাধীরা নিজেদের কাজ না করতে পারেন সেজন্য চলছে বিশেষ মাইকিং। দেশের প্রায় প্রতিটি ভাষায় সেই মাইকিং করা হচ্ছে। ফলে ভক্তরা আগে থেকেই সতর্ক হয়ে যাচ্ছেন।


এবারের মহাকুম্ভ মেলাকে জীবনের সেরা টার্গেট হিসাবে বেছে নিয়েছে প্রতারকরা। তাই তারা নিত্যনতুন কায়দা ব্যবহার করে ভক্তদের ঠকানোর সব ধরণের প্রচেষ্টা করবে। সেই প্রচেষ্টা যদি ব্যর্থ করতে হয় তাহলে সবার আগে দরকার ভক্তদের সতর্ক থাকা। এরপর তাদের সব ধরণের সহায়তা করবে প্রশাসন। মেলা থেকে কীভাবে ডিজিটাল অপরাধী ধরা হবে সেজন্য পুলিশ কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার সমস্ত চেষ্টা কতটা কাজে লাগে সেটাই দেখার।