আজকাল ওয়েবডেস্ক : বিহারে ৪ টি আসনে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর। ইতিমধ্যে সমস্ত দল নিজের ঘর ঠিক করার খেলা নিয়ে ব্যাস্ত। তবে বিরোধী শিবির কিন্তু লোকসভা ভোটের মত নিজের মধ্যে জোট করেই এই লড়াই করবে। মনোনয়ন জমা দেওয়া শেষ তারিখ ২৫ অক্টোবর। ফল ঘোষণা করা হবে ২৩ নভেম্বর।
আরজেডি এবং কংগ্রেস এবারেও নিজের মধ্যে জোট করে লড়াই করবে। যদিও এবার ভোটে সবার নজর রয়েছে প্রশান্ত কিশোর জন সুরাজ পার্টির দিকে। এবার বিহার উপ নির্বাচন কেমন ফল করবে এই দল তার ওপর নির্ভর করছে আগামী দিনে এই নতুন দলের ভবিষ্যৎ।
অন্যদিকে বিজেপি এই উপ নির্বাচন জিতে ফের একবার নিজের প্রভাব বিস্তার করতে চাইছে। সম্প্রীতি হরিয়ানা ভোটে বিজেপি ভালো ফল করেছে। সেই ভোটের ফল থেকে নতুন উদ্দম নিয়ে ভোটে লড়তে চলেছে বিজেপি।
যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছে, বিহারে বিজেপি মুখ থুবড়ে পড়বে। যেভাবে গোটা দেশের মানুষ বিজেপিকে আর মেনে নিতে চাইছে না সেই ধারা বিহার ভোটে চলবে। যেকোনো ভোটে বিজেপি আর জিততে পারবে না। বিহার ফের সেটাই প্রমাণ করবে।
