আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হয়েছে ৪৫ দিন ধরে। সেখানে প্রায় ৬৬ কোটি ভক্তরা এসেছিলেন। ফলে উত্তরপ্রদেশের অর্থনীতিতে একটি বিরাট পরিবর্তন এসেছে।
একটি হিসেব থেকে উঠে এসেছে এবারের মহাকুম্ভ থেকে উত্তরপ্রদেশে সরকার প্রায় ৫০০ কোটি টাকার বেশি শুধুর কর আদায় করেছে। এখানে ছিল জিএসটি এবং ভ্যাট। ফলে সেখান থেকে এই সরকারের প্রচুর টাকা আয় হয়েছে।
সরকারি তথ্য অনুসারে জানুয়ারি এবং ফ্রেব্রুয়ারি মাসে কর আদায় হয়েছে ২৩৯.৪৭ কোটি টাকা। সেখানে শুধু প্রয়াগরাজ থেকেই আদায় হয়েছে ১৪৬.৪ কোটি টাকা। যারা এখানে ঘুরতে এসেছেন তাদের মধ্যে বেশিরভাগই বারণসী, অযোধ্যা, নয়ডাতে ঘুরেছেন। ফলে সেখান থেকে আরও বেশি টাকা ঘরে এসেছে।
এক সরকারি অফিসার জানিয়েছেন মহাকুম্ভ থেকে জিএসটি এবং ভ্যাট বাবদ তারা ৫০০ কোটি টাকার বেশি আয় করেছেন। ফলে এই ধরণের একটি অনুষ্ঠান থেকে সরকারের প্রচুর টাকা আয় হয়েছে।
অন্যদিকে ভারতীয় রেলও এই মহাকুম্ভ থেকে প্রচুর টাকা আয় করেছে। তারাও সেখান থেকে প্রায় ১২৪.৬ কোটি টাকা আয় করেছে। সেখানে ঘর ভাড়া হিসেবে লাভ হয়েছে ৯.৩৮ কোটি টাকা।
স্থানীয় হোটেলগুলি থেকে পাওয়া গিয়েছে ৭.১২ কোটি টাকা। বিমান সংস্থাগুলি থেকে আয় হয়েছে ৬৮.৩৭ কোটি টাকা। টিডিএস থেকে আয় হয়েছে ২.১৫ কোটি টাকা। ফলে গোটা মহাকুম্ভ থেকে যেন টাকার বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশ সরকারের।
এখানেই শেয় হয়নি, নয়ডা থেকে কর আদায় করা হয়েছে ১২ কোটি টাকা। সেখানে সবথেকে বেশি টাকা আদায় হয়েছে অনলাইন বুকিং থেকে। বারাণসী থেকে এসেছে ৮.৪২ কোটি টাকা, অযোধ্যা থেকে এসেছে ২.২৮ কোটি টাকা। সরকারি কর্মীরা জানিয়েছেন তারা সেই সময় ভ্রমণ, হাসপাতাল এবং ডিজিটাল সার্ভিস থেকে বিরাট টাকা আয় করেছেন।
অন্যদিকে প্রয়াগরাজে তেলের দাম বেড়েছে সেই সময়ে। এটি বেড়েছে প্রায় ৩৬.২৫ শতাংশ। যে হারে এই সময় বিভিন্ন ভ্রমণ সংস্থা থেকে গাড়ি এসেছে তাতে জ্বালানির বিক্রি একেবারে শীর্ষে চলে গিয়েছিল।
