আজকাল ওয়েবডেস্ক:‌ শেষ হল মহাকুম্ভ। শিবরাত্রিতে অর্থাৎ বুধবার হল শেষ ‘‌শাহি’‌ স্নান দিয়ে। ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা। ৪৫ দিনে গঙ্গায় ডুব দিয়েছেন প্রায় ৬৫ কোটি পূণ্যার্থী। এই মহাকুম্ভ মেলা অর্থনৈতিক দিক থেকে যোগী সরকারকে যথেষ্টই তুষ্ট করে দিয়েছে।


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘‌মহাকুম্ভ উত্তরপ্রদেশের অর্থনীতিকে ৩ লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি করতে সাহায্য করেছে।’‌ 
এর আগে ২০১৯ সালে কুম্ভমেলায় এসেছিলেন ২৪ লক্ষ পূণ্যার্থী। তহে মহাকুম্ভের তাৎপর্যই অন্য। ১৪৪ বছরে যা একবার হয়। যোগী জানিয়েছেন, বিভিন্ন সংস্থা থেকে যেমন অনুদান এসেছে, তেমনই অনেক বড় ব্যক্তিত্ব মহাকুম্ভের জন্য দান করেছেন। সামগ্রী তুলে দিয়েছেন। 

?ref_src=twsrc%5Etfw">February 26, 2025


মহাকুম্ভ থেকে উত্তরপ্রদেশ সরকার এবারই সবচেয়ে বেশি লাভবান হয়েছে। পরিসংখ্যান বলছে, ২০১৩ সালে ১,০১৭ কোটি টাকা বিনিয়োগ করে সরকার আয় করেছিল ১২ হাজার কোটি টাকা। আবার ২০১৯ সালে সরকারে আয় হয়েছিল ১ কোটি ২০ লক্ষ টাকা। আর এবারের মহাকুম্ভের জন্য সরকার খরচ করেছিল ৭,৫০০ কোটি টাকারও বেশি। আর ঘরে এসেছে ৩ লক্ষ কোটি টাকারও বেশি।


প্রসঙ্গত, মহাকুম্ভ একটি বিরল ঘটনা। চারটি গ্রহের বিরল তাৎপর্যের জন্য ১৪৪ বছরে একবার ঘটে। এটি কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ এবং পূর্ণ কুম্ভের তাৎপর্যকে ছাড়িয়ে সমস্ত কুম্ভ সমাবেশের মধ্যে সবচেয়ে পবিত্র।


তাধারণত ১২ বছর অন্তর কুম্ভমেলা হয়। প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিক। আর মহাকুম্ভ ১৪৪ বছরে একবার।