আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বর মাস আসছে। নতুন এই মাস থেকে বেশ কয়েকটি নতুন নিয়মও শুরু হতে চলেছে। তাই হাতে আর বেশি সময় নেই। ডিসেম্বর মাসের শুরু থেকেই বেশ কয়েকটি নতুন পরিবর্তনের সামনে পড়তে হবে সকলকে। তার মধ্যে অন্যতম হিসাবে রয়েছে রান্নার গ্যাস এবং ক্রেডিট কার্ডের নিয়ম। এরফলে সাধারণ মানুষের পকেটে ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরণের প্রভাবই ফেলতে পারে।

 

ট্রাই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ১ ডিসেম্বর থেকে যেকোনও ধরণের ওটিপি আসতে বিস্তর সময় লাগবে। এরফলে ইতিমধ্যেই কিছুটা চিন্তায় পড়ে গিয়েছেন সকলে। অক্টোবর মাসেই বানিজ্যিক গ্যাসের দাম বাড়িয়েছে গ্যাস প্রতিষ্ঠানগুলি। দাম বেড়েছে ৪৮ টাকা। তবে ঘরের রান্নার গ্যাসের দাম কিন্তু এখনও পর্যন্ত বাড়েনি। ডিসেম্বর মাসে ফের একবার বানিজ্যিক গ্যাসের দাম ফের বাড়তে চলেছে বলেই ইঙ্গিত মিলেছে।

 

পাশাপাশি আরও একটি বিষয় সকলের মাথাব্যাথা হয়ে থাকবে। সেটি হল ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল দেশের সবথেকে বড় ব্যাঙ্ক। সেই ব্যাঙ্ক এবার ক্রেডিট কার্ডের নিয়মে বেশ কয়েকটি পরিবর্তন করতে চলেছে। এই পরিবর্তনের ফলে ক্রেডিট কার্ডের ব্যবহার আরও সহজ হবে বলেই মনে করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

 

পাশাপাশি এসবিআই ১ শতাংশ হারে বেশি চার্জও নিতে পারে ক্রেডিট কার্ডের উপর। তবে সেটি একটি নির্দিষ্ট টাকার উপরই হবে বলেই মনে করা হচ্ছে। আর ট্রাই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ডিসেম্বর মাস থেকে প্রতিটি ওটিপি আসতে বেশ খানিকটা দেরি হবে। প্রতিটি মোবাইল প্রতিষ্ঠানকেই এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তাই বছরের শেষ ডিসেম্বর মাসে  যে পরিবর্তনের মাস সেকথা বলাই যায়।