আজকাল ওয়েবডেস্ক: রবিবারের সকাল। সাতসকালে আচমকা দিল্লির রোহিনী এলাকায় বিকট শব্দে চমকে উঠলেন স্থানীয় মানুষ। চতুর্দিকে ধোঁয়া। দেশের রাজধানীতে একেবারে স্কুলের সামনে বড় বিস্ফোরণ। ঘটনায় প্রবল আতঙ্ক এলাকায়। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে দিল্লির রোহিনী এলাকায় সিআরপিএফ স্কুলের একেবারে পাশেই। ইতিমধ্যে ওই বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বিস্ফোরণের পর এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি রবিবারের সকালে বাড়িতে ছিলেন, তাঁর মাঝেই সকাল ৭.৪৭ নাগাদ আচমকা বিকট চিৎকার শুনে বেরিয়ে দেখেন চতুর্দিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।
খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছে যায় ফরেন্সিক দল। পুলিশ এবং অ্যাম্বুলেন্সও পৌঁছে যায় ঘটনাস্থলে। যদিও কে বা করা বিস্ফোরক রেখেছিল, কীভাবে দিল্লির বুকে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তা জানা যায়নি এখনও। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
বিস্ফোরণের কারণে স্থানীয় সকলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ির কাঁচ ভেঙেছে এবং দোকানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত।
