আজকাল ওয়েবডেস্ক: বাড়ির বারান্দায় চেয়ারে বসেছিল খুদে। আচমকা চেয়ারের উপরে উঠে আসে একটি সাপ। সেটি দেখে ভয় পাওয়া তো দূর অস্ত, খেলার পুতুল ভেবে খেলতে শুরু করে দেয় সে। খুদের এমন কাণ্ড দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। বাড়ির সদস্যদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ছড়িয়ে পড়েছে খুদের ভিডিওটি। যেখানে দেখা গেছে, বাড়ির বারান্দায় চেয়ারে বসে জ্যান্ত সাপ নিয়ে খেলাধুলা করছে সে। বিষধর সাপটি তার দিকে তেড়ে আসলেও, বিন্দুমাত্র ভয় পায়নি। বরং কখনও গলা ধরা, কখনও ঘাড়ে জড়িয়ে খেলছিল সে। একবার চেঁচিয়ে উঠলেও, খুদেকে বাঁচাতে কেউ ছুটে আসেননি। বরং ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন তাঁরা।
ঘটনাটি দেশের কোথায় ঘটেছে, তা জানা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা লিখেছেন, 'বাড়ির সদস্যদের উচিত ছিল খুদেকে সবার আগে উদ্ধার করা। তা না করে, সাপের সঙ্গে খেলাধুলার ভিডিও তুলতে ব্যস্ত! কী ভয়াবহ পরিস্থিতি!'
একজন লিখেছেন, 'সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বিপদ দেখেও কোনও সাবধানতা অবলম্বন করেন না অনেকে। খুদেকে যদি ছোবল মারত, তখন কী হতে?' তবে কেউ কেউ আবার শিশুটির সাহসের প্রশংসাও করেছেন।
