আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনার ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস রাজীব ঘাই। অপারেশন সিঁদুরের পর, বারবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিঁখুতভাবে বুঝিয়েছেন পরিস্থিতি। ডিজিএমও পদ থেকে এবার বদলি করা হল রাজীব ঘাইকে। দেওয়া হল আরও বড় দায়িত্ব। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই হচ্ছেন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ, অর্থাৎ সেনার নতুন উপপ্রধান।
সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রক এই তথ্য জানিয়েছে বিবৃতি দিয়ে। উল্লেখ্য, রাজীব ঘাই ডিজিএমও পদে যোগ দেন গতবছর অর্থাৎ ২০২৪ সালে ডিজিএমও পদে যোগ দেন। ভারত-পাক দ্বন্দ্বের সময়েও রাজীব ভারতীয় সেনার ডিজিএমও পদে ছিলেন। তাঁর সঙ্গেই অস্ত্রবিরতি নিয়ে কথা বলেন পাকিস্তান সেনার ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লা।
অপারেশন সিঁদুরের পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিএমও ভারতের এয়ার ডিফেন্সকে সত্তরের দশকের অষ্ট্রেলিয়ার বোলিং লাইন আপ-এর সঙ্গে তুলনা করেন,। বোঝান ঠিক কীভাবে, স্তরে স্তরে সাজানো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। বিপক্ষ এক স্তর অতিক্রম করলেও, ঠিক ধাক্কা খাবে পরের স্তরে। বৈঠকে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই আরও বলেন, দিনে দিনে কীভাবে বদলে গিয়েছে জঙ্গি কার্যকলাপের ধাঁচ।
