আজকাল ওয়েবডেস্ক: সরকার আগেই দেশবাসীকে জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে প্যান কার্ড। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সাস-এর আগে এই দুই কার্ডের লিঙ্কের সময়সীমা হিসেবে ধার্য করেছিল ৩১ মে-কে। বলা হয়েছিল, এই সময়ের মধ্যে দুই কার্ডের লিঙ্ক না হলে পড়তে হবে সমূহ সমস্যায়। পরে সেই দিন বাড়ানো হয় জনগণের সুবিধার্থে। ৩১ মে থেকে বাড়িয়ে তা করা হয় ৩১ ডিসেম্বর। অর্থাৎ এই বছরের শেষ দিন, আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের শেষ দিন।
আয়কর বিভাগ, করদাতাদের ৩১ ডিসেম্বরের আগেই দুই কার্ডের মধ্যে অবশ্যই লিঙ্ক করার আর্জি জানিয়েছে। অন্যথায় স্থায়ী অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে বলেও জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই তা হলে, একগুচ্ছ সমস্যার মুখোমুখি হতে হবে সাধারণকে।
একগুচ্ছ ভুয়ো ঘটনার প্রেক্ষিতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রক আগেই আয়কর বিভাগকে প্যান কার্ডের মাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশে 'না' করেছিল। আয়কর বিভাগ দুই কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করেছে।
কিন্তু যাঁরা এখনও লিঙ্ক করাননি, তাঁরা জেনে নিন, কীভাবে লিঙ্ক হবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের-
প্রথমেই আয়কর বিভাগের ওয়েবসাইট www.incometax.gov.in যেতে হবে।
এরপর, হোমপেজে গিয়ে কুইক লিঙ্ক এর জায়গায় ক্লিক করতে হবে।
এরপর, আধার স্ট্যাটাস অপশনে গিয়ে আধার এবং প্যান কার্ড নম্বর লিখতে হবে।
আগে থেকে দুটি কার্ড লিঙ্ক করা থাকলে, সেটিও লেখা উঠবে স্ক্রিনে।
না থাকলে, কুইক লিঙ্কের মধ্যে গিয়ে 'লিঙ্ক আধার' অপশনে ক্লিক করতে হবে। সেখানে তথ্য দিতে হবে। নিজের নাম লিখতে হবে, আধার কার্ডে যা লেখা আছে।
আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক হল কি না বুঝবেন কীভাবে? সেক্ষেত্রেও আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বর দিয়ে চেক করতে হবে।
