আজকাল ওয়েবডেস্ক: ক্যাশ অন হুইল। অর্থাৎ, চলন্ত যনবাহনেই নাকি মিলবে নগদ টাকা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে, ট্রেনে স্থাপন করা হয়েছে আস্ত এটিএম। অর্থাৎ মাঝরাস্তায় যদি টাকার প্রয়োজন হয়, তাহলে কোনওপ্রকার চিন্তায় পড়তে হবে না। গন্তব্য পর্যন্ত অপেক্ষা করতে হবে না। মাঝ রাস্তায়, চলন্ত ট্রেনেই তুলতে পারবেন টাকা।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বাই-মনমাদ পঞ্চবতী এক্সপ্রেসে এটিএম স্থাপন করা হয়েছে। এই ট্রেন ভারতের প্রথম ট্রেন, যেখানে এটিএম স্থাপন করা হয়েছে। জানা গিয়েছে, ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে এটিএম স্থাপন করা হয়েছে এবং সফলভাবে এটির পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হয়েছে।

শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এটি স্থাপন করা হলেও, ২২টি কোচের যাত্রীরাই প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন, তা স্পষ্ট জানিয়েছে রেল। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা অত্যন্ত সফল। গোটা রাস্তায় এই এটিএম সফলভাবেই কাজ করেছে। যদিও বেশকিছু জায়গা দিয়ে ট্রেনটি যাওয়ার সময় নেটওয়ার্ক-জনিত সমস্যার মুখে পড়েছিল বলে জানা গিয়েছে। 

এটি ভারতীয় রেলের নন ফেয়ার রেভিন্যিউ আইডিয়া স্কিমের অন্তর্গত একটি প্রকল্প। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং ভারতীয় রেলের ভূসাওয়াল ডিভিশন-এর যৌথ উদ্যোগে চলন্ত ট্রেনে এই এটিএম স্থাপন হয়েছে। 

ভূসাওয়াল ডিভিশনের রেলওয়ে ম্যানেজার ইতি পাণ্ডে জানিয়েছেন, কীভাবে দ্রুততার সঙ্গে তাঁরা এই প্রকল্প বাস্তবায়ন করেছেন।