আজকাল ওয়েবডেস্ক: দেশে রেলস্টেশনের সংখ্যা কত? গোনা যাবে না হাতে স্বাভাবিকভাবেই। শুধু দেশ নয়, রাজ্যের স্টেশনের সংখ্যাও গোনা যাবে না হাতে। তথ্য, দেশে ৭,০০০ এরও বেশি স্টেশন রয়েছে এবং প্রতিদিন ২২,০০০ এরও বেশি ট্রেন চলাচল করে।

 

কিন্তু জানেন দেশের ব্যস্ততম রেলস্টেশন কোনটি? দিনে অন্তত ৬০০ ট্রেন যাতায়াত করেন সেখান দিয়ে। দিনে প্রায় ২.৪ কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেন ভারতীয় রেল মাধ্যম ব্যবহার করে। 


তথ্য, দেশের ব্যস্ততম রেল স্টেশন হাওড়া রেল স্টেশন। এই স্টেশনের প্রতিষ্ঠা ১৮৫৪সালে। স্টেশনের মোট প্ল্যাটফর্মের সংখ্যা ২৩, ট্র্যাকের সংখ্যা ২৬। আয়তন এবং প্ল্যাটফর্মের সংখ্যার দিক থেকে এটি বৃহত্তম স্টেশনগুলির মধ্যে একটি।

হাওড়া স্টেশন দুটি প্রধান কমপ্লেক্সে বিভক্ত। পুরোনো কমপ্লেক্সটিতে ১ থেকে ১৬ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে মূলত পূর্ব রেলওয়ের ট্রেন (স্থানীয় এবং দীর্ঘ দূরত্বের) ছাড়ে।

নতুন কমপ্লেক্সটিতে ১৭ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে মূলত দক্ষিণ-পূর্ব রেলওয়ের দূরপাল্লার ট্রেনগুলি ছাড়ে।