আজকাল ওয়েবডেস্ক: প্লাস্টিক বোতলে করে পানীয় জল পান করা একেবারেই স্বাস্থ্যের পক্ষে সঠিক নয়। তবে এবার গোটা দেশকে নতুন পথ দেখাল কেরালা। তাদের সরকারি পানীয় জলের সংস্থা তৈরি করে ফেলল বায়ো প্লাস্টিক বোতল। এগুলি আর পাঁচটা প্লাস্টিক বোতলের মতো নয়। এগুলি তৈরি করা হয়েছে ফেলে দেওয়া বস্তু দিয়ে। যদিও এটি বর্তমানে পরীক্ষার দিকে রয়েছে। তবে দ্রুত এবিষয়ে কাজ শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। 

 


যেভাবে আখের ভিতরে জল থাকে সেভাবেই পানীয় জল থাকবে এখানে। এগুলির সময় থাকবে ৬ মাস পর্যন্ত। তারপর আর এগুলিকে ব্যবহার করা যাবে না। তবে এর থেকে জল পান করার পর এটি যদি ফেলে দেওয়া হয় তাহলেও এটি সহজে মাটিতে মিশে যাবে। 

 


কোচির একটি প্রতিষ্ঠানকে এবিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এই কাজ প্রথম থেকেই করছে। যে পানীয় জল এর ভিতরে থাকবে সেগুলি অন্য পানীয় জলের মতোই সুরক্ষিত থাকবে। 


তবে চিন্তার বিষয় হল এই বায়ো বোতলগুলি তৈরি করতে সাধারণ প্লাস্টিকের বোতলের তুলনায় ৫ গুন বেশি খরচ হবে। এক একটি বোতল তৈরি করতে খরচ হবে আড়াই টাকা। সেখানে এই পানীয় জলের প্রতিটি প্যাকের দাম হবে ১৫ টাকা প্রতি বোতল। দামের দিক থেকে বেশি হলেও এটি যদি ব্যবহার করা যায় তাহলে প্লাস্টিক দূষণ অনেকটাই কমানো যাবে বলেই মনে করছেন সকলে। 


বর্তমানে বিশ্বের প্রতিটি দেশ প্লাস্টিক দূষণে জেরবার। সেখান থেকে সকলকে বের হতে হলে দ্রুত বিকল্প দরকার। নাহলে সবথেকে বেশি দূষিত হবে মাটি। তারপর সেই মাটিতে আর কোনও ফসল হবে না। সেখানে নতুন এই আবিষ্কার বিশ্বকে নতুন পথ দেখাতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।