আজকাল ওয়েবডেস্ক: জম্মুতে অবস্থিত, কাশ্মীর টাইমস-এর অফিসে জোর তল্লাশি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, জম্মু ও কাশ্মীর পুলিশের রাজ্য তদন্ত সংস্থা (SIA) বৃহস্পতিবার দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে ওই অফিসে তল্লাশি চালিয়েছে বৃহস্পতিবার। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীর টাইমস-এর অফিসে তল্লাশি চালিয়ে, ১৪টি AK-47 কার্তুজ, পিস্তল এবং তিনটি হ্যান্ড গ্রেনেড পিন উদ্ধার করা হয়েছে।
তল্লাশি প্রসঙ্গে, জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, তারা অনুরাধা ভাসিনের মালিকানাধীন ইংরেজ দৈনিকটির বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে, দেশের বিরুদ্ধে অসন্তোষ ছড়ানোর চেষ্টা এবং বিচ্ছিন্নতাবাদীদের বক্তব্য প্রচারের অভিযোগে মামলা দায়ের করেছে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, পুলিশ জানিয়েছে তল্লাশির সময় কার্তুজ,পিস্তল, হ্যান্ড গ্রেনেড পিন উদ্ধার করা হয়েছে।
এর আগে, ২০২০ সালের অক্টোবরে জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষ কাশ্মীর টাইমসের শ্রীনগর অফিস সিল করে দেয়। তার প্রায় পাঁচ বছর পর, ফের তল্লাশি চলল এই সংবাদ মাধ্যমের অফিসে। এই প্রসঙ্গে উল্লেখ্য, কাশ্মীর টাইমস-এর যাত্রা শুরু হয় ১৯৫৪ সালে। কাশ্মীর টাইমস জম্মু ও কাশ্মীরের প্রাচীনতম ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্র। অনুরাধা ভাসিনের বাবা বেদ ভাসিন এই সংবাদ পত্র শুরু করেন।
এই তল্লাশি অভিযান প্রসঙ্গে, জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী তদন্তকারী সংস্থাগুলিকে তল্লাশি অভিযানের জন্য মিডিয়া, সংবাদমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত না করার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, 'সংস্থাগুলি তাদের কাজ করছে। যদি অভিযান চালাতে হয়, তবে তা বাছাই করে করা উচিত নয়। যদি তারা কোনও ভুল করে থাকে, তবে ব্যবস্থা নেওয়া উচিত, তবে কেবল চাপ তৈরি করার জন্য নয়। সংবাদমাধ্যম চতুর্থ স্তম্ভ, এবং এদের সাংবাদিকতা অনুশীলনের জন্য জায়গা পাওয়া উচিত।'
যুব জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান আদিত্য গুপ্তও অভিযানের সমালোচনা করেছেন, কাশ্মীর টাইমসকে কেন্দ্রশাসিত অঞ্চলের "সবচেয়ে সাহসী কণ্ঠস্বর" বলে উল্লেখ করেছেন তিনি। এই তল্লাশি অভিযানের কড়া নিন্দা করেছে কাশ্মীর টাইমস।
কাশ্মীর টাইমস-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের জম্মু অফিসে অভিযানের সমালোচনা করেছে। তাদের মতে এটি 'একটি স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠানকে দমন করার একটি সমন্বিত প্রচেষ্টা।'
এক যৌথ বিবৃতিতে সম্পাদক প্রবোধ জামওয়াল এবং অনুরাধা ভাসিন বলেন, 'জম্মুতে আমাদের অফিসে অভিযান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ভিত্তিহীন অভিযোগ এবং কাশ্মীর টাইমসের উপর সমন্বিত দমন-পীড়ন আমাদের নীরব করার আরেকটি প্রচেষ্টা।'
