আজকাল ওয়েবডেস্ক: ফের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ছায়া। প্রেমের সম্পর্কে একমাত্র 'পথের কাঁটা' স্বামী। তাঁকেই নৃশংসভাবে খুন করল স্ত্রী ও তার প্রেমিক। গলায় পা চেপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। স্ত্রীর কীর্তি ফাঁস হতেই শোরগোল গোটা এলাকায়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমাকুরু জেলায়। পুলিশ জানিয়েছে, প্রথমে ৫০ বছর বয়সি প্রৌঢ়ের নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। তল্লাশি চালাতে প্রথমেই তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। ঘরে ঢুকেই দেখে, বিছানায় পড়ে লঙ্কার গুঁড়ো। এমনকী সেই ঘরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। তখনই সন্দেহ হয় পুলিশের। 

 

স্ত্রীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই খুনের ঘটনাটি ফাঁস হয়। পুলিশকে ঘাতক স্ত্রী জানিয়েছে, কয়েক বছর আগেই পাশের গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে পরিবারে অশান্তিও বাড়ছিল। শেষমেশ প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করে। 

 

গত ২৪ জুন স্বামীর চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে মারে স্ত্রী। তারপর বেধড়ক মারধর করে। শেষে গলায় পা চেপে শ্বাসরোধ করে। স্বামীর নিথর দেহ বস্তায় ভরে গ্রাম থেকে ৩০ কিলোমিটার দূরে কুয়োয় ফেলে দেয় সে। যাতে পুলিশের সন্দেহ না হয়। সেই কুয়ো থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রৌঢ়ের স্ত্রী ও তার প্রেমিককে।