আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের সুরাটের পর কর্ণাটকের মান্ডিয়া। গণেশ চতুর্থী ঘিরে ব্যাপক অশান্তি, দাঙ্গা। গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ইটবৃষ্টিকে কেন্দ্র করে চূড়ান্ত অশান্তিতে উত্তপ্ত কর্ণাটক। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫২ জনকে আটক করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বুধবার সন্ধেবেলা মান্ডিয়া জেলায় বদরিকোপ্পালু গ্রামে। একদল গণেশ চতুর্থীর শোভযাত্রায় সামিল হয়েছিল। ওই গ্রামেরই একটি মসজিদের সামনে আসতে গণেশ চতুর্থীর শোভাযাত্রা লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে একদল। তাতেই গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। ইটবৃষ্টির জেরে কয়েকজন আহত হন। এই ঘটনার জেরে টায়ার জ্বালিয়ে, একাধিক দোকানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় কয়েকজন।
এই ঘটনার পর গণেশ মূর্তি থানার সামনে রেখে প্রতিবাদে সামিল হন হিন্দুরা। গণেশ মূর্তি ভাঙার চেষ্টায় দোষীদের শাস্তির দাবি জানান তাঁরা। এদিকে অশান্তির ঘটনায় ৫২ জনকে আটক করার পর, তাদের পরিবারের সদস্যরাও থানার সামনে বিক্ষোভ দেখায়। বিনা কারণে আটক করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেখায় তারা।
পুলিশ জানিয়েছে, অশান্তির ঘটনার তদন্তের স্বার্থে ৫২ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর জানা যাবে কতজন জড়িত রয়েছেন। যারা জড়িত নন, তাঁদের ছেড়ে দেওয়া হবে। এদিক গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে বদরিকোপ্পালু গ্রামে কারফিউ জারি করা হয়েছে। বাড়তি পুলিশ বাহিনীও মোতায়েন রয়েছে।
