আজকাল ওয়েবডেস্ক: সিনিয়র আইনজীবী ও সাংসদ কপিল সিবাল আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, "যদি শাসনব্যবস্থা তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে বিচারব্যবস্থার হস্তক্ষেপ করাই উচিত। এটি তাঁদের সাংবিধানিক অধিকার।"

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের সাম্প্রতিক এক মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করেন সিবাল। ধনখর সুপ্রিম কোর্টের রায়কে আক্রমণ করে বলেছিলেন, "আদালত যেন সুপার পার্লামেন্ট না হয়ে যায়।"

সিবাল বলেন, "রাষ্ট্রপতি হলেন কেবল নামমাত্র প্রধান। তিনি মন্ত্রিসভার পরামর্শেই কাজ করেন। বিচারব্যবস্থার স্বাধীনতা গণতন্ত্রের মূলে রয়েছে।"

তামিলনাড়ুর রাজ্যপাল কর্তৃক বিল বাতিলের সিদ্ধান্তকে বাতিল করে সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দেয় যে, ভবিষ্যতে রাজ্যপালের পাঠানো বিলগুলির বিষয়ে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

সিবাল আরও বলেন, "১৪২ অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য ক্ষমতা দেয়। এটি সরকার নয়, সংবিধান দিয়েছে। সত্যিকারের 'নিউক্লিয়ার মিসাইল' ছিল নোটবন্দি, তখন তো কেউ আপত্তি করেনি।"

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।