আজকাল ওয়েবডেস্ক : কানহাইয়া কুমারের একটি মন্তব্য এবার রাজনীতির ময়দানে নতুন বিতর্ক তৈরি করেছে। সম্প্রতি কানহাইয়া কুমার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের স্ত্রী অমৃতা ফডনবিশকে নিয়ে একটি মন্তব্য করেন, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।
মহারাষ্ট্রের এক সভা থেকে কানহাইয়া বলেন, “বিজেপি মহারাষ্ট্রের নির্বাচনকে ধর্মযুদ্ধ বলে প্রচার করছে। এটা যদি ধর্মযুদ্ধ হয়, তাহলে আমি আপনি ধর্মকে বাঁচানোর জন্য লড়াই করব, আর উপমুখ্যমন্ত্রীর স্ত্রী ঘরে বসে রিল বানাবে সেটা তো হতে পারে না।” কংগ্রেস নেতা আরও বলেন, “বিজেপি নেতারা আপনাদের ধর্ম বাঁচানো নিয়ে বড় বড় কথা বলবেন, তাঁদের বলুন নিজেদের ছেলে-মেয়েদের এই লড়াইয়ে নামাক।” জয় শাহকে নিশানা করে কংগ্রেস নেতা বলেন, “অমিত শাহর ছেলে বিসিসিআইতে বসে ভারতীয় দল বানাচ্ছেন। আর আমাদের বলা হচ্ছে ড্রিম ইলেভেনে টিম বানাতে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা যুবসমাজকে আসলে জুয়াড়ি বানানো হচ্ছে।”
অন্যদিকে, অমৃতা ফডনবিশও কুমারের মন্তব্যের প্রতিবাদ করেন এবং তাকে ক্ষমা চাইতে বলেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে নিজের কাজ নিয়ে নানা ধরনের প্রচার করেন এবং জনকল্যাণমূলক কাজে থাকেন তাই এই ধরনের ব্যক্তিগত আক্রমণ তার পছন্দ নয়। তবে কানহাইয়া কুমারের সমর্থকরা বলেন, তাঁর বক্তব্যের মধ্যে কোনও আপত্তিকর কিছু ছিল না। তাদের মতে, তিনি শুধু সামাজিক মাধ্যমের মাধ্যমে নিজেদের প্রচারের যে প্রবণতা তৈরি হয়েছে, সেই বিষয়টিকে তীব্রভাবে তুলে ধরেছিলেন। এবার চলছে দোষারোপ এবং পাল্টা দোষারোপের পালা। বিজেপি এই মন্তব্যের পাল্টা চোপ দিয়েছে কানহাইয়া কুমারকে। তারা বলেছে একজন এমন নেতার কাছ থেকে এই ধরণের কথাই সকলে আশা করে। বিজেপি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
