আজকাল ওয়েবডেস্ক: এটিএস-এর গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার আমন সাহু। ঝাড়খন্ডের কুখ্যাত গ্যাংষ্টার আমনের সঙ্গে এটিএসের গুলি বিনিময় হয়। ছত্তিশগড়ের রায়পুর জেল থেকে রাঁচি যাওয়ার সময় পথে এই ঘটনা ঘটে। রায়পুর জেল থেকে ট্র্যানজিট রিমান্ডে আনা হচ্ছিল আমনকে। পুলিশের দাবি, পালামৌর কাছে গাড়িটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন আমন আচমকাই এটিএসের এক সদস্যের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা চালায়। পাল্টা গুলি চালায় এটিএস। ঘটনাস্থলে মৃত্যু হয় আমনের। পালামৌর চয়নপুরে ঘটে এই ঘটনা। 

যদিও একটি সূত্রে খবর, আমনকে যখন আনা হচ্ছিল তখন পাহাড় জঙ্গল ঘেরা ওই জায়গায় পুলিশের গাড়ি লক্ষ্য করে আমনের দলের লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। সে কারণেই দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। সেই সময় পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে পালাচ্ছিল আমন। তাকে দাঁড়াতে বললে সে পাল্টা পুলিশের উদ্দেশে গুলি চালায়। পাল্টা পুলিশও গুলি করে। দুপক্ষের সংঘর্ষ হয়। এক এটিএস কর্মী গুলিবিদ্ধ হন। 

গুলিবিদ্ধ হয় গ্যাংস্টার আমনও। শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শতাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল এই আমন। খুন, অপহরণ ডাকাতির মতো ঘটনায় প্রচুর সংখ্যক মামলা ছিল তার বিরুদ্ধে। গত দেড় বছরে ঝাড়খণ্ড ও বিহারে ১০ বার জেল বদল হয়েছে আমনের। জেলে বসেই সে অপরাধ সংগঠিত করত বলে অভিযোগ।