আজকাল ওয়েবডেস্ক: ২০ নভেম্বর বিহারে নতুন এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। তবে কোন শরিক কোন মন্ত্রিপদ পাচ্ছেন তা এখনও নিশ্চিৎ হয়নি। সূত্রের খবর, নীতিশ কুমারের দল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে নারাজ। এতদিন ওই দপ্তরের দায়িত্ব ছিল খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাতেই।
জানা গিয়েছে, জেডিইউ এবং বিজেপি উভয়ই স্পিকারের পদ পেতে আগ্রহী। বিজেপি যেকোনোও মূল্যে স্পিকারের পদটি ধরে রাখতে চাইছে।
তবে, স্পিকারের পদ নিয়ে এনডিএ শরিকদের মধ্যে কোনও মতবিরোধ নেই।
এনডিএ-র বিরাট জয়ের পর, বিজেপি ৮৯ আসন পেয়ে বিহারের একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। এরপর রয়েছে জেডিইউ। নীতীশের দলের প্রাপ্ত আসন সংখ্যা ৮৫। চিরাগ পাসওয়ানের দল, লোক জনশক্তি পার্টি এবং আরএলএম-সহ ছোট ছোট জোটের ছোট দলগুলিও ভাল ফলাফল করেছে।
নতুন এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সন্ধ্যায় পাটনায় পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও, থাকাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ আরও বেশ কয়েকজন শীর্ষ বিজেপি নেতা। এঁরা আগামীকাল সন্ধ্যায় পাটনায় পৌঁছাবেন।
সরকার গঠনের আগে, জেডি(ইউ) নেতা সঞ্জয় ঝা এবং লালন সিং নতুন দিল্লিতে শাহের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডাও প্রায় তিন ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন। এনডিএ শরিকদের মধ্যে মন্ত্রীত্ব ভাগাভাগি এবং বিধানসভার স্পিকার পদের জন্য প্রার্থী নির্বাচনের উপর আলোচনা হয়েছিল বৈঠকে।
সোমবার নীতীশ কুমার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের সঙ্গে দেখা করে ১৯ নভেম্বর থেকে কার্যকর বিদায়ী বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করার পর এনডিএ সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
এনডিএ জোটের সকল শরিকদের সমর্থনের চিঠি জমা দেওয়ার জন্য বুধবার কুমার আবার রাজ্যপালের সাথে দেখা করার কথা রয়েছে, যা জোটের সরকার গঠনের দাবিকে আরও দৃঢ় করবে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জেডি(ইউ) পরবর্তী মন্ত্রিসভায় পুনঃনির্বাচিত মন্ত্রীদের স্থান দিতে প্রস্তুত থাকলেও, বিজেপি কিছু নতুন মুখ আনতে পারে।
নতুন মন্ত্রিসভায় এনডিএ-র প্রধান শরিক দল - বিজেপি এবং জেডি(ইউ) থেকে পাঁচ থেকে ছয়'জন নতুন মুখ থাকার কথা রয়েছে বলে আশা করা হচ্ছে। পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে, মাহনার বিধানসভা আসন থেকে জয়ী জেডি(ইউ) রাজ্য শাখার প্রধান উমেশ সিং কুশওয়াহাকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে।
সূত্রের খবর, নতুন রাজ্য মন্ত্রিসভায় এলজেপি (আরভি) তিনটি মন্ত্রিপদ পেতে পারে। এইচএএম-এস এবং আরএলএম একটি করে মন্ত্রীপদ পাবে। বিজেপি থেকে সর্বাধিক ১৬ জন মন্ত্রী এবং জেডি(ইউ) থেকে ১৪ জন মন্ত্রী হতে পারেন।
