আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভেনেজুয়েলায় সাম্প্রতিক নাটকীয় ঘটনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গত সপ্তাহের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও বিশেষ অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জয়শঙ্কর সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে আলোচনার মাধ্যমে এমন সমাধানে পৌঁছনোর কথা বলেছেন।
লুক্সেমবার্গ সফরকালে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, ভেনেজুয়েলার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি জানান, ভারত সরকার ইতিমধ্যেই এবিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে ভেনেজুয়েলায় যা ঘটেছে, তা উদ্বেগজনক, এবং এখন সবচেয়ে জরুরি বিষয় হল সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনায় বসে এমন সিদ্ধান্তে পৌঁছনো, যা সাধারণ মানুষের কল্যাণ ও নিরাপত্তা রক্ষা করবে।
বিদেশমন্ত্রী আরও বলেন, ভারত চায় ভেনেজুয়েলার মানুষ যেন যে কোনও রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও ভালোভাবে সামনে এগোতে পারে। বহু বছর ধরে দুই দেশের সম্পর্ক সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে, এবং ভারত সেই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানায়, ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি গভীর উদ্বেগের বিষয় এবং সরকার ঘটনাপ্রবাহের উপর কড়া নজর রাখছে। বিবৃতিতে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয় এবং অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়। একই সঙ্গে কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয় নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত সরকার একটি সতর্কতাও জারি করেছে। ভারতীয় নাগরিকদের ভেনেজুয়েলায় অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলতে বলা হয়েছে। উল্লেখ্য, ৩ জানুয়ারি গভীর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের অভিযানে কারাকাসে বিমান হামলা চালানো হয় এবং মাদুরো ও তাঁর স্ত্রীকে একটি সামরিক ঘাঁটির বাসভবন থেকে আটক করা হয়। পরে তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে মাদক পাচার ও ‘নার্কো-টেররিজম’-সহ একাধিক অভিযোগে আদালতে তোলা হয়। নিউইয়র্কের আদালতে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁকে “অপহরণ” করা হয়েছে এবং তিনি এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। এই ঘটনার জেরে ভেনেজুয়েলা ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
