আজকাল ওয়েবডেস্ক : ভারতের অর্থনীতি অনেকটাই নির্ভর করে থাকে ই ওয়েস্টের উপর। আগামীদিনে এই পরিস্থিতির আরও উন্নতি হবে বলেই মনে করছেন সকলে। যদি সঠিকভাবে একে কাজে লাগানো যায় তাহলে সেখান থেকে আসতে পারে কোটি কোটি টাকা। সমীক্ষা থেকে দেখা গিয়েছে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় ই ওয়েস্ট সরবরাহকারী দেশের মধ্যে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চিন এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা।
দেখা গিয়েছে ভারতের ই ওয়েস্ট বিগত ১০ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালে যেখানে ই ওয়েস্টের পরিমান ছিল ৩.৮ মেট্রিক টন। সেখানে ২০২৪ সালে এই সংখ্যা হয়েছে ২ মিলিয়ন মেট্রিক টন। ভারতের গ্রামীণ অর্থনীতির উত্থানের জন্য এটি সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতি আগামীদিনে আরও বদলে যাবে।
প্রতিদিন ভারতে যে ই ওয়েস্ট তৈরি করা হচ্ছে সেখানে ছোটো যন্ত্র বেশি থাকছে। ফলে এটি আগামীদিনে অনেক বেশি ভারতের অর্থনীতির কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের মাটিতে আগামীদিনে ই ওয়েস্ট আরও বাড়বে। ফলে সেগুলি সরাসরি ভারতের অর্থনীতির উপর প্রভাব ফেলবে।
বর্তমানে ভারতের ১৬ শতাংশ ই ওয়েস্টকে ফের নতুন করে ব্যবহার করা হয়। তবে ২০৩৫ সালের মধ্যে এটি ৪০ শতাংশকে ছাপিয়ে যাবে। ফলে সেখান থেকে অনেক বেশি অর্থনীতির লাভ হবে। সেখান থেকে বাড়বে আয়ের রাস্তা। এবিষয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় কাজ চালু করে দিয়েছে। নতুন মেশিন নিয়ে এসে একে যাতে আরও বেশি করে ব্যবহার করা যায় সেদিকে খেয়াল রাখা হয়েছে।
আগামীদিনে কেন্দ্রীয় সরকার একটি ই ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করবে। তারা এবিষয়ে সমস্ত ধরণের কাজ করবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ভারত আগামী ১০ বছরের মধ্যে ই ওয়েস্ট নিয়ে বিরাট লাভ করবে। সেখানে ভারতের অর্থনীতির একটি বিশেষ দিক এখান থেকে বেরিয়ে আসবে। লাভবান হবেন ভারতীয়রাই।
