আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের উদয়পুরে ভয়াবহ কাণ্ড। এক বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠল। জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাঁকে গাড়িতে তোলা হয়। এরপর এই নৃশংস কাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই সংস্থার সিইও, এক মহিলা আধিকারিক এবং তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ২০ ডিসেম্বর রাতে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই যুবতী। রাত দেড়টা পর্যন্ত চলে সেই অনুষ্ঠান। সেখানে মদ্যপান করেন তিনি। অভিযোগ, মদ্যপ অবস্থায় থাকার কারণে তাঁর শরীর আচমকা খারাপ লাগতে শুরু করে। তখন অনুষ্ঠানে উপস্থিত ওই একই সংস্থার অন্য এল মহিলা আধিকারিক তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। সেইমতো একটি গাড়িতে নির্যাতিতাকে তোলা হয়। খবর অনুযায়ী, গাড়িতে আগে থেকেই ছিলেন সংস্থার সিইও এবং ওই মহিলা আধিকারিকের স্বামী।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, মাঝরাস্তায় গাড়ি থামিয়ে তাঁকে সিগারেটের মতো দেখতে একটি মাদক দ্রব্য দেওয়া হয়। সেটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান। পরদিন সকালে হুঁশ ফিরলে তিনি বুঝতে পারেন যে রাতে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। এরপর তিনি পুলিশে খবর দেন।
উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তাঁর বয়ান এবং রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।" বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে৷
