আজকাল ওয়েবডেস্ক: ১৮ জুলাই ২০২৩ উৎক্ষেপণের পর, ২৩ আগস্ট সফলভাবে চাঁদে অবতরণ করেছিল চন্দ্রযান তিন। চাঁদের বাড়িতে চন্দ্রযান পৌঁছে যাওযার পর, আবারও নতুন উদ্যম। এবার অভিযান চন্দ্রযান ৪ এর। সেপ্টেম্বরেই চন্দ্রযান ৪ এর অভিযানে সম্মতি দিয়েছে কেন্দ্র সরকার। আগেই জানা গিয়েছিলো, এই প্রজেক্টের সম্ভাব্য বাজেট। মনে করা হচ্ছে ২১০৪.০৬ কোটি টাকা ব্যয় হবে চন্দ্রযান-৪-এর অভিযানে।

 

ইসরো প্রধান এস সোমনাথ এবার জানিয়ে দিলেন চন্দ্রযান-৪ অভিযানের পরিকল্পনা, অভিযানের দিনক্ষণ। সঙ্গেই জানালেন গগনযান মিশন সম্পর্কেও। সরদার প্যাটেল মেমোরিয়াল বক্তৃতায় সোমনাথ জানান, ২০২৮ সালেই চন্দ্রযান ৪ অভিযান চালানো হতে পারে। গগনযান লঞ্চ করার পরিকল্পনা রয়েছে ২০২৬-এ।

 

চন্দ্রযান তিন এর সাফল্যের পর, জোর কদমে কাজ চলছে চন্দ্রযান-৪ এবং গগনযান নিয়ে। গগনযান হতে চলেছে দেশের প্রথম মানুষবাহী মহাকাশ মিশন। অন্যদিকে চন্দ্রযান চার-এর পরে, পাঁচ নিয়েও আগাম পরিকল্পনা জানিয়েছেন সোমনাথ। জাপান মহাকাশ সংস্থা জেএএক্সএ-র সঙ্গে একত্রে এই প্রকল্পে কাজ করবে ইসরো।