আজকাল ওয়েবডেস্ক: সরকারি হোক বা বেসরকারি, চাকরিরতদের দিনের বেশিরভাগ সময় কাটাতে হয় অফিসেই। কাজের প্রশংসা কিংবা ভুলে বকুনি, দিনে বেশ কয়েকবার বসের সম্মুখীনও হতে হয়। কেউ জানেন, বস ভাল মেজাজের, কারও মতে উর্দ্ধতন মানুষটি বেজায় রাগী। তবে জানেন কি আপনার বস নার্সিসিস্ট , আরও সহজ ভাবে বলতে গেলে আত্মকেন্দ্রিক কিনা? আর জানতে চাইলে, তা জানবেনই বা কিভাবে?

সহজ উপায় বাতলে দিচ্ছেন হাভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক। লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক অ্যামি বলছেন তিনটি সহজ পথ রয়েছে। যার মাধ্যমে বুঝে নেওয়া যাবে কে নার্সিসিস্ট অর্থাৎ আত্মকেন্দ্রিক। কেউ নার্সিসিস্ট কিনা বোঝার প্রথম উপায় হচ্ছে, সেই ব্যক্ত সর্বদা নিজেকে নিয়েই ভাবনা চিন্তা করে থাকেন এবং অন্যদের নিয়ে তাঁর ভাবনা চিন্তা তুলনায় বেশ অনেকটাই কম। 

প্রাথমিক তথ্য জানা গেলেও, শুধু কি তা দেখেই বোঝা যাবে বস-কে? বিশেষজ্ঞ বলছেন নার্সিসিস্ট বসেরা কেবল আত্মকেন্দ্রিকই হন না, তাঁরা কর্মক্ষেত্রের সব ভাল কাজের কৃতিত্ব নিজেই নিতে চান। আর কোনও কাজের ফলাফল ভাল না হলে, প্রকাশ্যে তার দোষ অন্যের ঘাড়ে চাপাতে দ্বিধাবোধ করেন না। 

এমনকি তাঁর ‘টিম’ ভাল কাজ করলে, মন খুলে প্রশংসাটুকুও করতে পারেন না একেবারে। কেবল ‘লোক দেখানো’ যৎসামান্য প্রশংসা করে এড়িয়ে যান। কেউ যদি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করেন তাহলে স্বাভাবিক ভাবে অন্যরা তাঁকে উৎসাহিত করেন। তবে আত্মকেন্দ্রীক বসেরা ‘আনকমফোর্টেবল’ হয়ে পড়েন। অন্যদের কথা শুনতে বা কিছু শিখতেও একেবারেই আগ্রহীও থাকেন না তাঁরা।