আজকাল ওয়েবডেস্ক: পয়লা মে থেকে নতুন নিয়ম চালু করেছে আইআরসিটিসি। সেখানে কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন দেখা গিয়েছে। এই নিয়মগুলি মানলে সেখান থেকে যাত্রীদের অনেকটা সুবিধা হবে। টিকিটের জালিয়াতি থেকে শুরু করে ডিজিটাল পেমেন্টের দিকে জোর দিয়েছে ভারতীয় রেল। 


এবার থেকে আইআরসিটিসি পোর্টাল বা অ্যাপ থেকে টিকিট বুক করতে হলে সেখানে আসব একটি ওটিপি। এই ওটিপি আসার পরই যাত্রীরা তাদের পেমেন্ট করতে পারবেন। এই নিয়ম প্রতিটি যাত্রীর ক্ষেত্রে লাগু হবে। ফলে টিকিট নিয়ে যারা জালিয়াতি করতে চান তারা একেবারে জব্দ হয়ে যাবে। এখানে রেলের সুরক্ষার দিকটিও থাকবে।


এবার থেকে অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ৯০ দিনের সময় দেওয়া হবে। এতদিন পর্যন্ত এই সময় ছিল ১২০ দিন। তবে এবার থেকে সেই সময় কমে গেল। উৎসবের সময় যারা বিশেষ ট্রেনে চড়তে চান তারা এবার ৯০ দিন আগে থেকেই সেই টিকিট বুক করতে পারবেন। এরফলে ট্রেনের সময় নিয়েও সুবিধা হবে ভারতীয় রেলের।


এতদিন পর্যন্ত টিকিট বাতিল হলে সেই টাকা ফেরত পেতে সাতদিন পর্যন্ত সময় লাগত। তবে এবার থেকে সেই সময় কমে হল ২ দিন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেল মাত্র ২ দিনের মধ্যেই আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেবে। এটি অনলাইন এবং কাউন্টার বুকিং উভয়ক্ষেত্রেই লাগু হবে। 


টিকিট হাতে পেলে সেখানে নির্দিষ্ট তারিখ এবং দিন লেখা থাকে। ই টিকিটের ক্ষেত্রে সেটি দেখা যাবে মোবাইলে। সেটি দিয়েই আপনি রেল সফর করতে পারবেন।


টিকিট যদি বাতিল করেন আপনি তাহলে সেখানেও টাকা কেটে নেওয়ার ক্ষেত্রে হয়েছে বদল। যাত্রা শুরুর ৪৮ ঘন্টা আগে যদি টিকিট বাতিল করেন তাহলে সেখানে এসি ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে আপনাকে ২৪০ টাকা দিতে হবে। এক্সিকিউটিভ ক্লাসের ক্ষেত্রে দিতে হবে ২০০ টাকা। এসি টু টিয়ারের ক্ষেত্রে দিতে হবে ২০০ টাকা। এসি থ্রি টিয়ারে দিতে হবে ১৮০ টাকা। স্লিপার ক্লাসে দিতে হবে ১২০ টাকা। সেকেন্ড ক্লাসে দিতে হবে ৬০ টাকা।