আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, এসি কামরার জন্য ওয়েটিং লিস্টের টিকিট সংখ্যা মোট আসনের ৬০% পর্যন্ত করা হয়েছে। এছাড়াও, তৎকাল টিকিট বুক করার জন্য আধার-ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হয়েছে। ভারতীয় রেলওয়ে ১৫ জুলাই থেকে কিছু নতুন নিয়ম চালু করেছে, যা যাত্রীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে কিছু প্রধান পরিবর্তন তুলে ধরা হল:
এসি ওয়েটিং লিস্টের সীমা বৃদ্ধি: এসি কামরার জন্য ওয়েটিং লিস্টের টিকিট সংখ্যা ২৫% থেকে বাড়িয়ে ৬০% করা হয়েছে।
তৎকাল টিকিটের জন্য আধার-ভিত্তিক ওটিপি: IRCTC ওয়েবসাইটে তৎকাল টিকিট বুক করার জন্য আধার-ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
রিজার্ভেশন চার্ট তৈরির সময় পরিবর্তন: এখন থেকে রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে তৈরি করা হবে।
ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ভ্রমণ: ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে এসি এবং স্লিপার ক্লাসে ভ্রমণ করা যাবে না এই নিয়মগুলি রেলওয়েতে ভ্রমণকারীদের জন্য একটি মসৃণ এবং নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে।

এছাড়াও, কিছু পুরনো নিয়ম এখনো বলবৎ আছে:
রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সাধারণত টিকিট পরীক্ষকরা টিকিট পরীক্ষা করেন না।
RAC (Reservation Against Cancellation) স্ট্যাটাস থাকলে, আপনাকে অন্য যাত্রীর সাথে বার্থ শেয়ার করতে হতে পারে।
যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা উন্নত করতে, ট্রেন রিজার্ভেশন চার্ট প্রস্তুতির জন্য নতুন নির্দেশিকা চালু করেছে ভারতীয় রেল।
যাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্রেন রিজার্ভেশন চার্ট প্রস্তুতির নতুন নির্দেশিকা চালু করেছে ভারতীয় রেল।

এই পরিবর্তনের মাধ্যমে যাত্রীরা আগে থেকেই টিকিটের স্ট্যাটাস সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন এবং ভ্রমণ পরিকল্পনা সহজ হবে। নতুন নিয়মে চার্ট প্রস্তুতির সময় পরিবর্তন করা হয়েছে যাতে যাত্রীরা ভ্রমণের আগে নিশ্চিত আসন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন।
ভারতীয় রেলের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, সকাল ৫টা থেকে দুপুর ২টোর মধ্যে ছাড়ার ট্রেনের প্রথম রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৯টায় প্রস্তুত করা হবে।
দুপুর ২টোর পর অথবা মধ্যরাত থেকে ভোর ৫টার মধ্যে ছাড়ার ট্রেনের জন্য, প্রথম চার্ট ট্রেন ছাড়ার ৮ ঘন্টা আগে প্রস্তুত করা হবে। এই নতুন সময়সূচী আগের নিয়মের পরিবর্তন, যেখানে প্রথম রিজার্ভেশন চার্ট ছাড়ার ৪ ঘন্টা আগে প্রস্তুত করা হত, যার ফলে যাত্রীরা তাদের রিজার্ভেশনের স্ট্যাটাস পরীক্ষা করার জন্য আরও বেশি সময় পাবেন।
আরও পডুন: হারিয়ে গিয়েছিল ২৪ মিলিয়ন বছর আগে, এবার ফসিল থেকে পাওয়া গেল মারাত্বক নমুনা
ভারতীয় রেলে মানেই হল সকলের জন্য উন্নত পরিষেবা সেদিক থেকে দেখতে হলে প্রতিটি সময় ভারতীয় রেল নিজের কাজ করছে। যাত্রীরা যাতে সমস্ত ধরণের সুবিধা পেতে পারেন সেদিকে জোর দিতে তারা সর্বদা তৈরি থাকেন। রেলের নতুন যে নিয়মগুলি করা হয়েছে সেখান থেকে যাত্রীরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। অন্যদিকে তাদের যাত্রাপথ অনেক বেশি ভাল হবে। সেদিক থেকে দেখতে হলে ভারতীয় রেলের এই নিয়মগুলি সমস্ত যাত্রীদের মেনে চলতে হবে।
এই নিয়মগুলি ভারতের সমস্ত রেল স্টেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেখানে যদি কেউ মনে করে থাকেন কয়েকটি জায়গাতে এই নতুন নিয়ম চালু হল তাহলে তারা ভুল করবেন। এই নিয়ম গোটা দেশেই চালু হয়েছে।
