আজকাল ওয়েবডেস্ক: ১৬ মাস পার। এখনও অগ্নিগর্ভ মণিপুর। এবার ছাত্র আন্দোলনের জেরে বড়সড় পদক্ষেপ করল মণিপুর প্রশাসন। মঙ্গলবার থেকে আগামী পাঁচদিন গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা করা হল। এর পাশাপাশি তিন জেলায় কারফিউ জারি করা হয়েছে। 

 

ছাত্র বিক্ষোভের জেরে সমাজমাধ্যমে যাতে ভুয়ো তথ্য, ছবি না ছড়ায়, তার জন্য আজ, মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা করেছে প্রশাসন। পাশাপাশি ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবল জেলায় জারি করা হয়েছে কারফিউ। জরুরি পরিষেবা চালু থাকবে। যেকোনো ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অশান্তির এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে পা রাখতেও নিষেধ করা হয়েছে। 

 

প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরু থেকেই আবারও অশান্ত হয়ে ওঠে মণিপুর। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছন আরও ১২ জন। সাম্প্রতিক এই হামলার কারণে সোমবার বিভিন্ন স্কুল, কলেজের পড়ুয়ারা প্রতিবাদে সামিল হন। ওইদিন রাজভবন অভিযান ছিল ছাত্র সংগঠনের। সেই অভিযানে অমিত শাহের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এবার রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখান পড়ুয়ারা। 

 

ছাত্র আন্দোলনের কারণে যাতে আবারও নতুন করে মণিপুরে অশান্তি না ছড়ায়, তার জন্য আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ করা হয়েছে তিন জেলায়। ভুয়ো খবর যাতে না রটে, তার জন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ হল।