আজকাল ওয়েবডেস্ক: একটি সাধারণ টিকিট চেকিং মুহূর্ত ইন্টারনেটের সাম্প্রতিকতম নেশাগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। একটি এসি ট্রেনের বগির ভিতরে দাড়িওয়ালা টিকিট কালেক্টর (টিসি) -এর একটি ছোট ইনস্টাগ্রাম রিল ভাইরাল হয়েছে। সম্ভবত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের টিকিট খতিয়ে দেখছিলেন ওই পরীক্ষক। রিল ভাইরাল হতেই নেটিজেনদের একটাই প্রশ্ন, কোথায় পাওয়া যাবে এই টিকিট পরীক্ষককে?

রিলটিতে অরিজিৎ সিংয়ের একটি জনপ্রিয় গান ব্যবহার করা হয়েছে। ক্লিপটিতে দেখা যাচ্ছে যে টিসি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন, টিকিট চেক করছেন, আর তাঁর বিপরীতে একজন মহিলা বসে আছেন। যিনি সম্ভবত ভিডিওটি তুলেছেন। রিলটির ক্যাপশনে লেখা লেখা রয়েছে, “হায় এ রকম টিসি-র দেখা পেলে রোজ ট্রেনে যাতায়াত করব।”

রিলটিতে মন্তব্যের ঝড় তুলেছে। যার মধ্যে রয়েছে হাস্যরস, প্রশংসা এবং কৌতূহল। সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। একজন দর্শক রসিকতা করে লিখেছেন, “নিজের টিকিটটি জানালা দিয়ে ছুঁড়ে ফেল দাও, তারপর সে তোমাকে ধরে নিয়ে যাবে।” আরও একজন লিখেছেন, “সে একজন সরকারি কর্মী, সে খুব সুন্দরী একজন স্ত্রী পাবে, তাঁকে নিয়ে স্বপ্ন দেখো না।”

আরও পড়ুন: জিএসটি নির্ধারণেও সুয়োরানি-দুয়োরানি তরজা! ক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে, পড়ুন বিশ্লেষণ

কিছু ব্যবহারকারী বাস্তব জীবনের দৃশ্য কল্পনা করার লোভ সামলাতে পারেননি। “অন্যের ভাই, ছেলে বা বয়ফ্রেন্ডের দিকে তাকাতে কি তোমার লজ্জা লাগে না? যাই হোক, এই ট্রেনটি কোন রুটে চলছে?” অন্যরা তাঁদের উত্তেজনা এবং আকাঙ্ক্ষার কথা মন্তব্য বিভাগে লিখেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, “আমার কাছে টিকিট নেই, দয়া করে আমাকে ধরুন।” অন্য একজন মন্তব্য করেছেন, “আমি তাঁকে চিনি, তিনি বিবাহিত।”

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by funnydummy ???? (@foodwithepshi)