আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ভারত-পাকিস্তান "যুদ্ধবিরতির" ঘোষণা দেওয়ার পরই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস এই পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার নেতৃত্বকে স্মরণ করে বর্তমান সরকারের নীতির সমালোচনা করেছে।
কংগ্রেস জানায়, ইন্দিরা গান্ধী যেভাবে মার্কিন চাপ সত্ত্বেও ভারতের স্বার্থ রক্ষা করেছিলেন, তা বর্তমান সরকারের ‘দুর্বলতা’র বিপরীতে এক অনন্য উদাহরণ। দলের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর একটি ছবি পোস্ট করে লেখা হয়, “COURAGE | CONVICTION | STRENGTH।” কংগ্রেস নেতা জয়রাম রমেশ ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ইন্দিরা গান্ধীর লেখা প্রেসিডেন্ট নিক্সনকে উদ্দেশ্য করে একটি ঐতিহাসিক চিঠিও শেয়ার করেন। কেসি বেনুগোপাল বলেন, “আজ ইন্দিরা গান্ধীর মত নেতৃত্বের অভাব স্পষ্ট। ৩-৪ হাজার মাইল দূরের দেশ আমাদের নির্দেশ দিতে পারে না।”
অন্যদিকে, বিজেপি এই দাবি উড়িয়ে দেয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “১৯৭১ সালে সেনাবাহিনী ঐতিহাসিক বিজয় এনে দিলেও রাজনৈতিক নেতৃত্ব সেই সাফল্যকে কূটনৈতিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল।”
বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, “৯৯ হাজার যুদ্ধবন্দী ছেড়ে দেওয়া হয়েছিল কোনও কৌশলগত লাভ ছাড়াই। সিমলা চুক্তি ছিল একতরফা উদারতা, যা মস্কো ও ওয়াশিংটনের চাপেই হয়েছিল।”
এই ঘটনাপ্রবাহে ফের একবার ১৯৭১ সালের কূটনীতি ও নেতৃত্ব ঘিরে বিতর্কের ঝড় উঠেছে ভারতের রাজনীতিতে।
