আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিগো বিভ্রাট, কার্যত ধসে গিয়েছে ওই সংস্থার বিমান পরিষেবা। যাত্রীদের কাছে ক্ষমা চাওয়ার পরেও, পরিস্থিতির বিশেষ কোনও উন্নতি হয়নি। রবিবারেও বাতিল বহু বিমান। কেন্দ্র কড়া হুঁশিয়ারি দিলেও, পরিস্থিতি একই জায়গায়। বিমান গলোযোগের এই পরিস্থিতিতে, ত্রাতা হয়ে নামছে ভারতীয় রেল। ভারতীয় রেল আগেই জানিয়েছে, প্রায় ৩৭টি ট্রেনে ১১৬টি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। ভারতীয় রেলওয়ে শনিবার থেকে আগামী তিন দিনে সমস্ত জোনে ৮৯টি বিশেষ ট্রেন পরিচালনার ঘোষণা করেছে, যাতে ইন্ডিগোর ব্যাপক বিমান বাতিলের কারণে ভ্রমণে বিঘ্নের সম্মুখীন হওয়া মানুষদের সাহায্য করা যায়।

ভারতীয় রেল জানিয়েছে, ব্যাপকহারে বিমান বাতিলের পর যাত্রীদের চাহিদা অনুসারে দক্ষিণ রেলওয়ে ১৮টি ট্রেনের যাত্রী বহন ক্ষমতা বাড়িয়েছে। উচ্চ চাহিদা সম্পন্ন রুটগুলিতে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার ক্লাস কোচ মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে বাস্তবায়িত এই অতিরিক্ত পরিষেবা দক্ষিণ অঞ্চলে যাত্রীদের থাকার ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। উত্তর রেলওয়ে (এনআর) আটটি ট্রেনে ৩টি এসি এবং চেয়ার কার কোচ যুক্ত করেছে। পশ্চিম রেলওয়ে (ডব্লিওআর)'র ব্যাপক চাহিদা রয়েছে যাত্রীদের, এমন রুটে চারটি ট্রেনের সংখ্যা বৃদ্ধি করেছে। এর মধ্যে রয়েছে ৩ এ সি এবং ২ এ সি কোচ। পূর্ব মধ্য রেলওয়ে (ইসিআর) ৬-১০ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে পাঁচটি ট্রিপে অতিরিক্ত ২টি এসি কোচ দিয়ে রাজেন্দ্র নগর-নয়াদিল্লি (১২৩০৯) পরিষেবা প্রস্তুত করেছে। এর ফলে গুরুত্বপূর্ণ বিহার-দিল্লি যাতায়াতের পথে অতিরিক্ত যাত্রী বহন ক্ষমতা বেড়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এন এফ আর) ৬-১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আটটি ট্রিপে ৩টিএসি এবং স্লিপার কোচ সহ দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের সংখ্যা বাড়িয়েছে। ভারতীয় রেল যাত্রীদের আরও সহায়তার জন্য চারটি বিশেষ ট্রেন পরিষেবাও পরিচালনা করছে। গোরক্ষপুর আনন্দ বিহার টার্মিনাল গোরক্ষপুর স্পেশাল (০৫৫৯১/০৬৬৯২) ০৭ থেকে ০৯ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে চারটি ট্রিপ পরিচালনা করবে।

 নয়াদিল্লি - শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন - নয়াদিল্লি সংরক্ষিত বন্দে ভারত স্পেশাল (০২৪৩৯/০২৪৪০) ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখে চালানো হয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি মুম্বাই সেন্ট্রাল নয়াদিল্লি সংরক্ষিত সুপারফাস্ট স্পেশাল (০৪০০২/০৪০০১) ৬ এবং ৭ ডিসেম্বরতারিখে চলাচল করছে। বিমান বিভ্রাটকালে পূর্ব রেলওয়ে হাওড়া, শিয়ালদহ এবং প্রধান গন্তব্যস্থলগুলির মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা পরিচালনা করবে। ট্রেন নং ০৩০০৯/০৩০১০- হাওড়া-নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ৬ ডিসেম্বর হাওড়া থেকে ০৩০০৯ এবং ৮ ডিসেম্বর নয়াদিল্লি থেকে ০৩০১০ নম্বরে চলবে। ট্রেন নং ০৩১২৭/০৩১২৮-শিয়ালদহ-এলটিটি-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ৬ ডিসেম্বর শিয়ালদহ থেকে ০৩১২৭ নম্বরে চলেছে এবং ৯ ডিসেম্বর এলটিটি থেকে ০৩১২৮ নম্বরে চলবে বলে জানানো হয়েছে।