আজকাল ওয়েবডেস্ক: ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার টানা দ্বিতীয় সপ্তাহেও কমেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ১৪ নভেম্বর জানিয়েছে, ৭ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও ২.৬৯৯ বিলিয়ন মার্কিন ডলার কমে দাঁড়িয়েছে ৬৮৭.০৩৪ বিলিয়ন ডলারে। এর আগের সপ্তাহেই রিজার্ভ ৫.৬২৩ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে দাঁড়িয়েছিল ৬৮৯.৭৩৩ বিলিয়ন ডলারে। টানা কয়েক সপ্তাহ ধরে রিজার্ভের এই নিম্নমুখী প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে।
রিজার্ভের সবচেয়ে বড় উপাদান ফরেন কারেন্সি অ্যাসেট (FCA) এই সময়ে কমেছে ২.৪৫৪ বিলিয়ন ডলার। ফলে মোট FCA দাঁড়িয়েছে ৫৬২.১৩৭ বিলিয়ন ডলারে। RBI জানায়, ডলারে হিসাব করার সময় FCA-র মধ্যে ইউরো, পাউন্ড ও ইয়েনের মতো অন্যান্য বিদেশি মুদ্রার মূল্যবৃদ্ধি বা মূল্যহ্রাসের প্রভাবও অন্তর্ভুক্ত থাকে। তাই আন্তর্জাতিক মুদ্রাবাজারের ওঠা-নামা FCA-র পরিমাণে সরাসরি প্রভাব ফেলে।
এছাড়া দেশের সোনার রিজার্ভের মানও কমেছে। সপ্তাহটিতে সোনার মজুতের মূল্য হ্রাস পেয়েছে ১৯৫ মিলিয়ন ডলার, ফলে মোট সোনার রিজার্ভ দাঁড়িয়েছে ১০১.৫৩১ বিলিয়ন ডলারে। বিশেষ ড্রয়িং রাইটস (SDR) থেকেও ৫১ মিলিয়ন ডলার কমেছে এবং এর মোট মূল্য দাঁড়িয়েছে ১৮.৫৯৪ বিলিয়ন ডলারে।
তবে এই সপ্তাহে ভারতের আইএমএফ-এর সঙ্গে রিজার্ভ পজিশনে কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই তা ৪.৭৭২ বিলিয়ন ডলারে স্থির রয়েছে।
বিশ্বমন্দার আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং ডলারের তুলনায় অন্যান্য বড় মুদ্রার ওঠা-নামা—সব মিলিয়ে ভারতের রিজার্ভে চাপ বাড়ছে বলে অর্থনৈতিক মহলের মত। RBI-র সাম্প্রতিক তথ্য সেই উদ্বেগকে আরও স্পষ্ট করে তুলেছে।
