আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেই ভারতের শেয়ার বাজারে ব্যাপক ধস। শুক্রবারের পর সোমবার বাজার খোলার পর সেনসেক্স, নিফটির বড়সড় পতন। আজ সেনসেক্স কমল ১৩১০.৪৭ পয়েন্টস বা ১.৬২ শতাংশ। নিফটি কমল ৪০৪.৪০ পয়েন্টস বা ১.৬৪ শতাংশ। আজ সেনসেক্স ৭৯, ৬৭১.৪৮ এবং নিফটি ২৪,৩১৩.৩০।

শেয়ার বাজারে ধসের জেরে অ্যাপোলো হাসপাতাল, সান ফার্মার লাভ হলেও, মারুতি সুজুকি, টাকা মোটরস, টাটা স্টিল, টাইটান কোম্পানি ক্ষতির সম্মুখীন হবে। শুক্রবার সেনসেক্স, নিফটির সূচক নামতেই প্রায় সাড়ে চার লক্ষ টাকা খুইয়েছিলেন বিনিয়োগকারীরা। আজ শেয়ার বাজারে এই ব্যাপক পতনের জেরে বিনিয়োগকারীরা ৯.৫২ লক্ষ কোটি টাকা খুইয়েছেন।

একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা, অন্যদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, এই দুইয়ের জেরে ভারতের পাশাপাশি এশিয়ার শেয়ার বাজার ধস নামল বলেই আশঙ্কা করা হচ্ছে। সোমবার বেলা যত বাড়বে, সেনসেক্স, নিফটির সূচক আরও নামতে পারে।