আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলে যাতে কোনও সাইবার হামলা না হয় সেজন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্ডিয়া টুডের খবর অনুসারে এবিষয়ে নয়া দিল্লির রেল ভবনে একটি বিশেষ বৈঠক হয়েছে। এই কাজে খরচ হবে প্রায় ৬০০ কোটি টাকা। 


দেশকে রক্ষা করতে হলে সাইবার হানা থেকে বাঁচাতে হবে। ভারতীয় রেলের যে নেটওয়ার্ক গোটা দেশজুড়ে রয়েছে তার ওপর নজর রয়েছে সাইবার হ্যাকারদের। সেখানে রেলযাত্রীদের বিরাট সমস্যা তৈরি হতে পারে বলে আগে থেকেই সতর্ক হতে চাইছে ভারতীয় রেল। তাই এবার তারা আগে থেকেই ব্যবস্থা নিতে চাইছে।


ভারতীয় রেলের সমস্ত ব্যবস্থাই কম্পিউটার পরিচালিত। একে সহজে হ্যাক করা যায় না। তবে আধুনিক প্রযুক্তির সামনে আগে থেকেই সতর্ক পদক্ষেপ নিতে চায় ভারতীয় রেল। তাই তারা এবার রেলের সাইবার নিরাপত্তা নিয়ে আগে থেকেই কোমর বেঁধেছে।


রেলের এক প্রাক্তন কর্তা জানিয়েছেন, ভারতীয় রেলের টিকিট বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। একে সহজে ভাঙা সম্ভব নয়। এই কাজে বেছে নেওয়া হয়েছে দেশের কয়েকটি প্রথম সারির প্রতিষ্ঠানকে।


একবার এই সাইবার সিকিউরিটি শুরু হয়ে গেল কোনও হ্যাকার ভারতীয় রেলের ওয়েবসাইটকে কাবু করতে পারবে না। ভারতীয় রেল বিগত ১০ বছরে দেশের প্রচুর প্ল্যাটফর্মকে ডিজিটাল করেছে। এরফলে গ্রাহকদের সমস্যা কমেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মনে করেন ইলেকট্রনিক্স এবং আইটি বিভাগ যদি শক্তিশালী হয় তাহলে গ্রাহকদের সুবিধার পাশাপাশি রেলের নিরাপত্তা আরও জোরদার করা যাবে।


ভারতীয় রেল ইতিমধ্যেই দুর্ঘটনা থেকে বাঁচতে কবচ সিস্টেম চালু করেছে। এগুলি প্রধানত দ্রুতগতির ট্রেনে চালু করা হয়েছে। আইআরসিটিসি-র ওয়েব থেকে শুরু করে মোবাইল পোর্টাল এখন যে হারে উন্নত হয়েছে তাতে দেখা যায় প্রতিদিন প্রায় ১ মিলিয়ন বুকিং করা যায়। এছাড়া রিয়েল টাইম জিপিএস ট্র্যাকিং গোটা দেশে রেলের পরিষেবাকে উন্নত করেছে। ভারতীয় রেলের পরিকাঠামো বর্তমানে স্টিল বা কংক্রিটের ওপর নয়, সফটওয়ারের ওপরেও বিরাট নির্ভরশীল।