আজকাল ওয়েবডেস্ক: দুর্গা-কালী পুজো শেষ হলেও, এখনও শেষ হয়নি উৎসবের মরশুম। সামনেই ছট পুজো। আর এই বিশেষ দিন উপলক্ষে অতিরিক্ত ট্রেন চালাবে রেল। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ছট পুজোয় যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আরও বড় উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল।

 রেল জানিয়েছে ছট পুজো উপলক্ষে রবিবার আসানসোল থেকে বিশেষ দুটি ট্রেন যাত্রা করেছে। যাতে হাজার হাজার মানুষ পাটনা-গোরক্ষপুর গিয়েছেন, তথ্য বলছে তেমনটাই। উৎসবের মরশুমে বিহার এবং উত্তরপ্রদেশের বাসিন্দাদের ঘরে ফেরার জন্য, এই বিশেষ ট্রেন দুটির বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। 

স্বাভাবিক ভাবেই এই বিশেষ ট্রেনে দেওয়ায় আপ্লুত যাত্রীরা। এমনিতেই ছটের মরশুমে হাজার হাজার মানুষ ফিরে যান বাড়িতে। কারও বাড়ি বিহার, কারও বাড়ি উত্তরপ্রদেশ। অনেক সময় বাড়ি ফেরার টিকিট নিয়ে, ট্রেন নিয়ে ব্যাপক চিন্তায় থাকতে হয় যাত্রীদের। অনেকেই ট্রেন পান না সময়ে, পেলেও তার জন্য বেগ পেতে হয় যথেষ্ট। তবে এবার বিশেষ দুই ট্রেন চলায় চিন্তা অনেকটাই কমেছে। 

উল্লেখ্য, ছট উপলক্ষে যে বিশেষ দুটি ট্রেন চলবে, শুক্রবারই তা ঘোষণা করেছিল ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার্থে রবিবার ওই বিশেষ দুটি ট্রেন ছাড়ে আসানসোল থেকে।