আজকাল ওয়েবডেস্ক: একটি ভিডিও ঘিরে তোলপাড় হয়ে গেল সামাজিক মাধ্যম। সেখানে দেখা যাচ্ছে এর রেলকর্মী চলন্ত রেল থেকেই নাকি আবর্জনা ফেলে দিচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন মহলে শুরু হয়েছে নিন্দার ঝড়।


তবে রেলকর্মী এটা ভাবতেই পারেননি তাঁর এই কাজটি অন্য কেউ ভিডিও করছে। যে ব্যক্তি এই ভিডিওটি করেছে তিনি লিখেছেন, এই কাকু নিজের আবর্জনা রেলের লাইনে ফেলে দিয়েছেন। এটাই ভারতীয় রেলের আসল চিত্র। যদি একজন প্রবীণ কর্মী এই কাজ করেন তাহলে তাহলে বাকিরা কী শিখবে। অন্য একজন লিখেছেন এমনটা করা উচিত ছিল না। ভিডিওতে আরও দেখা গিয়েছে ওই রেলকর্মী বলছেন, এটা যদি এখানে খালি না করি তাহলে কোথায় করব। যেন তার কাছে অন্য কোনও উপায় ছিল না বলেই তিনি এই কাজটি করছেন। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Anonymous (@thehighclassin)