আজকাল ওয়েবডেস্ক: কুম্ভমেলায় কতো কিছুই না ঘটে। অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় সেখানেই। এবার গ্রীক প্রেমিকাকে বিয়ে করলেন এক ভারতীয়। স্থান হিসেবে বেছে নিলেন সেই কুম্ভমেলাকে। প্রজাতন্ত্র দিবসে চার হাত এক করলেন তাঁরা। 

 

 

সিদ্ধার্থ বৈদিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাঁধেন যুগল। ভারতীয় রীতি মেনে হয় কন্যাদানও। বিয়ের শেষে হাসিমুখে দেখা গিয়েছে দু’জনকে। যুবক জানান, সবচেয়ে শুদ্ধ পদ্ধতিতে চেয়েছিলাম বিয়ে হোক। তাই বেছে নিয়েছিলাম বৈদিক পদ্ধতি। আর ঈশ্বরের স্মরণাপন্ন হতে চেয়েছিলাম। তাই প্রয়াগরাজে এই বিশেষ দিনটিকেই বেছে নিয়েছিলাম। 

 

 


তিনি এও জানান, মানুষ ভুলে যায় বিয়ে একটি পবিত্র প্রতিষ্ঠান। পুরুষ এবং মহিলা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। অনেকেই প্রাচীন ঐতিহ্য মানতে চান না। তাই এই নিয়ে ভ্রুকুটি করার মতো কিছু নেই। অনেকেই আজকাল এতে নাক কুঁচকোন। তিনি এই প্রসঙ্গে এও জানান, বিয়ে একেক জনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু অনেকেই এটা মানতে চান না। 

 


ভারত নাকি গ্রিস কোথায় বিয়ে করতে চান, বিয়ে প্রসঙ্গে প্রেমিকা পেনেলোপকে জানিয়েছিলেন যুবক। উত্তরে প্রেমিকা বলেন, তিনি ভারতকে বেছে নিয়েছেন। এখানে বিয়ে করে পুরনো রীতিনীতি অনুসরণ করে তিনিও ভীষণ খুশি। এই মেলায় বিয়ে করাকে তিনি ভাষায় বর্ণনা করতে পারছেন না। তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের মধ্যে তিনিই প্রথম এই ধরণের বিয়েতে অংশ নিয়েছিলেন। এখানকার সংস্কৃতি তাঁর ভাল লেগেছে। তাই এইভাবে বিয়ে করে তিনি বেজায় সুখী। পেনোলোপ বৌদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছেন। তিনি এও জানিয়েছেন, সবকিছুই আসে সনাতন ধর্ম থেকে। তাই এই সংস্কৃতিকে আপন করতে পেরে তিনি খুশি।