আজকাল ওয়েবডেস্ক: ফেরত এলেন হুগলির বাসিন্দা পি কে শ, যিনি ২৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্য এবং কিষাণ গার্ড ইউনিটে কর্মরত। পাকিস্তানের হেফাজতে দীর্ঘ ২১ দিন মানসিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন তিনি। গত ২৩ এপ্রিল ডিউটির সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ফিরোজপুর সেক্টরে ঢুকে পড়েছিলেন শ। এরপর পাকিস্তান রেঞ্জার্স তাঁকে আটক করে নিয়ে যায়।

সূত্রের খবর, পাকিস্তানি নিরাপত্তারক্ষীরা তাঁকে চোখ বেঁধে তিনটি অজানা স্থানে নিয়ে গিয়েছিল, যার মধ্যে একটি ছিল একটি বিমানঘাঁটির আশপাশে। সেখানে বিমান চলাচলের শব্দও শুনতে পান তিনি। ওই সময় তাঁকে ঘুমোতে দেওয়া হয়নি, দাঁত মাজার অনুমতিও দেওয়া হয়নি এবং প্রায়শই মৌখিকভাবে গালিগালাজ করা হয়। যদিও তাঁর উপর শারীরিক অত্যাচার হয়নি, এমনটাই জানিয়েছে বিএসএফ।

বেসামরিক পোশাক পরা পাকিস্তানি আধিকারিকরা বিএসএফের সীমান্তে মোতায়েন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য, অফিসারদের নাম ও যোগাযোগের বিস্তারিত জানতে চায়। তবে বিএসএফের প্রটোকল অনুযায়ী, ডিউটির সময় মোবাইল ফোন সঙ্গে রাখা নিষিদ্ধ থাকায় শ কোনও ফোন নম্বর দিতে পারেননি।

অবশেষে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ১৪ মে, অটারি-ওয়াঘা সীমান্তে তাঁকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয় পাকিস্তান। দেশে ফিরে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিএসএফের আনুষ্ঠানিক ডি-ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। বর্তমানে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

এই ঘটনার কয়েক দিন আগেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে ওঠে এবং ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবা-র নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে। এরপর উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়।

পি কে শ-র নিরাপদে দেশে ফিরে আসা গোটা হুগলি জেলায় স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে।