আজকাল ওয়েবডেস্ক : গোটা বিশ্বে নিজের দাপট দেখিয়েছে কোভিড। চিন থেকে শুরু করে ভারতের মত বিশাল দেশে প্রচুর মানুষ এর জেরে আক্রান্ত হয়েছেন। প্রচুর মানুষের জীবনহানিও ঘটেছে। তবে এই ধরণের মহামারি যাতে আগামীদিনে আর নিজের দাপট না দেখাতে পারে সেদিকে নজর রেখে আগে থেকেই তৈরি হতে চায় ভারতের বিজ্ঞানী এবং চিকিৎসকরা।
ভারতের বিশিষ্ট চিকিৎসকরা তাই এবিষয়ে একটি সমীক্ষা চালু করেছেন। করোনাকালে যেসব রক্তের স্যাম্পেল তাদের হাতে এসেছিল তারা সেগুলিকে ফের নতুন করে পরীক্ষা করছেন। ভবিষ্যতের মহামারি থেকে যাতে দেশকে রক্ষা করা যায় সেজন্য আগে থেকেই কাজ করতে মরিয়া ভারতের গবেষকরা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে নতুন করে যাতে মহামারি আটকানো যায় তাহলে ভবিষ্যতে অনেক মানুষের জীবন বাঁচানো যাবে।
করোনার নতুন যে ভাইরাস পাওয়া গিয়েছে সেগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনও ভাইরাস কতটা সংক্রমক হতে পারে তা নিয়েও চলছে পরীক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীর ১০ থেকে ২০ শতাংশ মানুষ সার্স কোভ টুয়ের শিকার হয়েছে। এই ধরণের ভাইরাসকে যদি দ্রুত নিরাময় না করা হয় তাহলে করোনা দীর্ঘতম হতে পারে।
এরফলে মানুষের মধ্যে শ্বাসকষ্ট, ফুসফুসের নানা রোগ নতুন করে মাথা চাড়া দিতে পারে। এর থেকে বাঁচতে হলে আগে থেকেই সতর্কতা দরকার। তবেই একে মোকাবিলা করার পথ সামনে আসবে। ভবিষ্যতের মহামারিকে রুখতে হলে দরকার আগে থেকে সতর্কতা। সেখানে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেগুলি যদি মানুষ মেনে চলে তবে অতি সহজেই আগামীদিনের মহামারিকে রোখা যাবে।
