আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও, প্রত্যাঘাত এবং তার পাল্টা আঘাত। ভারত-পাকিস্তানের সংঘাতের আবহে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অতিরিক্ত সতর্ক হওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের। জাতীয় সংবাদসংস্থা সূত্রে খবর তেমনটাই।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার অমিত শাহের দপ্তরের পক্ষ থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিচারে ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারায় উল্লিখিত জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করার জন্য।
কেন এই জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করার কথা বলা হয়ে থাকে? জরুরি পরিস্থিতিতে যাতে রাজ্য জনগনের রক্ষা জনগনের সম্পত্তি রক্ষা, প্রয়োজনীয় পরিষেবা যেমন জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, যাতায়াত পরিষেবা চালু রাখতে পারে। পরিস্থিতি বিচারে, প্রয়োজনে রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল এই সময়ে অসামরিক প্রতিরক্ষার জন্য সরঞ্জাম কিনতে পারে দ্রুত। যে কোনও জরুরি পরিস্থিতিতে স্থানীয় তহবিলের প্রয়োজনীয় ব্যয় বহন করবে।
দুই দেশের সংঘাতের আবহে, পরিস্থিতি কোন দিকে, আগামী পদক্ষেপ কী? পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণে শুক্রবার সকালেই বৈঠকে বসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান। বৈঠকে থাকবেন সিডিএস অনিল চ্বহান, থাকবেন ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস।
