আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্পের শুল্ক-বোমার জের, এ দেশে ক্রমেই জোরাল হচ্ছে মার্কিনবিরোধী মনোভাব। পেপসি, কোকা-কোলা, সাবওয়ে, কেএফসি, ম্যাকডোনাল্ডসের মতো মার্কিন বহুজাতিক সংস্থার পণ্য বয়কটের ডাক উঠল ভারতে।
যোগগুরু রামদেব ভারতবাসীকে ট্রাম্পের ভারতের উপর শুল্ক আরোপের প্রতিবাদে সমস্ত আমেরিকান পণ্য বয়কট করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "পেপসি, কোকা-কোলা, সাবওয়ে, কেএফসি বা ম্যাকডোনাল্ডসের কাউন্টারে একজনও ভারতীয়র যাওয়া উচিত নয়। এগুলিকে ব্যাপকভাবে বয়কট করা উচিত।" রামদেবের "এই বয়কট সর্বাত্মক হলে আমেরিকায় বিশৃঙ্খলা দেখা দেবে।"
ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার মতো বিশ্বের অন্যান্য অংশে ইতিমধ্যেই আমেরিকা বিরোধী বয়কট চলছে।
১.৫ বিলিয়ন জনসংখ্যার দেশ ভারত। এত বিপুল সংখ্যার মানুষ মার্কিন সংস্থাগুলিকে বয়কট করার ফলে ভারতে তাদের ব্যাপক ক্ষতি হবে ও সংস্থাগুলি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয়দের 'স্বদেশী' বা দেশীয় পণ্য কিনতে এবং ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
রামদেব বলেছেন, "যে কেউ ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চায়, যেকোনও রাজনৈতিক দল, যেকোনও নেতা, তাদের দেশের স্বার্থে কথা বলা উচিত এবং জনগণের মনে 'স্বদেশী' পণ্য কেনার সংকল্প জাগানো আগ্রহ বাড়ানো উচিত। যখন আমরা কিছু কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি, তা যেন ভারতীয়দের ঝরানো ঘামে তৈরি হয় এমন দেখে কেনা উচিত। ভারতের জনগণের দক্ষতা ব্যবহার করে, ভারতের জনগণের ঘাম ঝরিয়ে যা কিছু তৈরি করা হয়েছে, তা আমাদের জন্য 'স্বদেশী'। আমাদের 'ভোকাল ফর লোকাল' মন্ত্র মেনে কেনাকাটি করা উচিত।"
#WATCH | Noida, UP | On 25% additional US tariffs on India from August 27, Yoga guru Ramdev says, "Indian citizens should strongly oppose the 50% tariffs that America has imposed on India as political bullying, hooliganism and dictatorship. American companies and brands should be… pic.twitter.com/sJedjdNt0k
— ANI (@ANI)Tweet by @ANI
রামদেব ট্রাম্পকে কটাক্ষ করে বলেন যে, বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতার রাজনীতি চলছে এবং প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ রক্ষায় ব্যস্ত।
রাশিয়ার তেল কিনছে ভারত। এতেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের পরও ট্রাম্প এ দেশের উপর গত ৬ আগস্ট বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, 'ভারত কেবল রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনছে না, বরং তারা ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন বজায় রাকছে মস্কোকে অর্থের জোগান দিয়ে চলেছে।' নয়াদিল্লির দাবি, মার্কিন অতিরিক্ত শুল্ক "অন্যায় এবং অযৌক্তিক"। আমেরিকার দমননীতিতে দমে না গিয়ে দিল্লি স্প।ষ্ট জানিয়েছে যে, "জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ করা হবে।" বর্ধিত ২৫ শতাংশ জরিমানা ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
১৯০৫ সালের স্বদেশী আন্দোলনের কথা উল্লেখ করে গত ৭ আগস্ট আপ সাংসদ অশোক কুমার মিত্তল ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি লিখেছিলেন। সেখানে লেখা ছিল, "যদি ১৪৬ কোটি ভারতীয় আজ নিজেদের স্বদেশী চেতনাকে কাজে লাগান এবং মার্কিন ব্যবসার উপর কৌশলগত নিষেধাজ্ঞা আরোপ করেন, তাহলে ভারতের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এর প্রভাব অনেক বেশি গুরুতর হবে।"
???????????????? ???????? 146 crore Indians boycott American companies operating in India?
— Ashok Kumar Mittal (@DrAshokKMittal)
My open letter to @realDonaldTrump on US’s 50% tariffs for India, in which I ???????????????? him to “choose dialogue over discord, coordination over coercion.”
Jai Hind! pic.twitter.com/rQJXv8yhiYTweet by @DrAshokKMittal
পশ্চিম ও দক্ষিণ ভারতে ম্যাকডোনাল্ডস পরিচালনাকারী ওয়েস্টলাইফ ফুডওয়ার্ল্ড লিমিটেড ২০২৪ অর্থবছরে ২৩৯০ কোটি টাকা রাজস্ব দেওয়ার কথা জানিয়েছে। যা তার আগের বছরের তুলনায় পাঁচ শতাংশ বেশি।
এদিকে, পেপসিকো ইন্ডিয়ার রাজস্ব ২০২৪ অর্থবছরে ৮,২০০ কোটি টাকা। পেপসিকোর জন্য ভারত বিশ্বব্যাপী শীর্ষ ১৫টি বাজারের মধ্যে অন্যতম। পেপসিকো গত তিন বছর ধরে ভারতীয় বাজারে প্রায় ৩,৫০০-৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।
