আজকাল ওয়েবডেস্ক: সেলসফোর্স ইন্ডিয়ার সিইও এবং চেয়ারপার্সন প্রশংসা করেছেন ডিজিটাল ইন্ডিয়ার। তাঁর বক্তব্য, ভারতের মতো এইরকম ডিজিটাল পরিকাঠামো আর কোনও দেশের নেই। তাই এআই প্রযুক্তি কাজে লাগানোর জন্য সবচেয়ে ভাল জায়গা এই দেশ।
দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রাহক পরিষেবার ক্ষেত্রে এআই এর তৃতীয় তরঙ্গ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। ভারতের বৃহত্তম স্টার্টআপ কোম্পানির ক্ষেত্রে এআই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী। সরকারি উদ্যোগে আরও বেশি করে এআই সংক্রান্ত কাজের পরিবেশ তৈরি হচ্ছে।
সেলসফোর্স ইন্ডিয়ার সিইও জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বরে এআই ক্ষমতা চালু করার পর থেকেই বিভিন্ন কোম্পানি একাধিক পাইলট প্রোগ্রাম চালু করেছে। যার মূল লক্ষ্য হচ্ছে এআই প্রজেক্ট চালু করা।
যত দিন যাচ্ছে, বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার। এই প্রযুক্তির ব্যবহারের ফলে অনেকে আশঙ্কা করছেন চাকরি হারানোর। কারণ এর ফলে বিভিন্ন জায়গায় কাজের পরিসর কমে যাচ্ছে। যে কাজ করতে ১০ জন লোক লাগার কথা ছিল সেই কাজ একাই করে ফেলা যাচ্ছে এই প্রযুক্তির সহায়তায়। অন্যদিকে এই প্রযুক্তির ফলে বেশ কিছু সুফলও মিলছে।
এর আগে এক চাষি এআই এর মাধ্যমে প্রচুর ফসল ফলাতে সক্ষম হয়েছেন। দিক কয়েক আগেই তা সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে। ঘটনাটি মহারাষ্ট্রের। সে রাজ্যের বারামতি জেলায় আখ চাষিরা কাজে লাগিয়েছেন এই উপায়। ফসল বাঁচাতে রীতিমত হিমশিম খেতে হত তাঁদের। এরপর এআই প্রযুক্তি ব্যবহারের ফলে লাভের মুখ দেখেছে তাঁরা। মাত্র ছয় মাসেই হয়েছে আমূল পরিবর্তন।
