আজকাল ওয়েবডেস্ক : পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করল কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন প্রান্তে যাতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকে সেজন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে পেঁয়াজ নিয়ে আমজনতার ইতিমধ্যেই চোখে জল। সেখানে পেঁয়াজের দাম ইতিমধ্যেই ৭০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পাইকারি বাজারে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হবে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত ৯ দশমিক ৭৫ লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করে ভারত। এখান থেকে পেঁয়াজ বাংলাদেশ, মালয়েশিয়া এবং আরবে রপ্তানি করা হয়। তাই এবার এই দেশগুলিতে পেঁয়াজ রপ্তানি টান পড়বে বলেই মনে করা হচ্ছে।