আজকাল ওয়েবডেস্ক: ফের শহর কলকাতায় আতঙ্ক। আবারও পার্কস্ট্রিট কাণ্ডের পুনরাবৃত্তি! দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি নামী হোটেলে খুন হলেন বীরভূমের দুবরাজপুরের যুবক আদর্শ লোসালকা (৩৩)। রাতারাতি ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুই জেলাতেই। আরও চাঞ্চল্যকর, খুনের ধরনে পার্ক স্ট্রিটের সাম্প্রতিক ঘটনার মিল খুঁজে পেয়েছে পুলিশ।

ঘর বুকিং, তারপর রহস্যময় অন্তর্ধান: 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই তিনজন—দু’জন পুরুষ এবং এক মহিলা—অনলাইনে ঘর বুক করেন কসবার ওই হোটেলে। প্রায় মধ্যরাত পেরোতেই এক পুরুষ এবং সেই মহিলাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তারপর থেকেই দু’জনের কোনও খোঁজ নেই।

পরদিন সকালে হোটেলের কর্মীরা বহু ডাকাডাকির পরেও দরজা না খোলায় সন্দেহ হয়। খবর যায় কসবা থানায়।
এরপর ঘরের ভেতর থেকে মিলল যুবকের মৃত্যু দেহ।

পুলিশ এসে দরজা খুলে দেখে, বিছানায় নিথর দেহ পড়ে আছে আদর্শ লোসালকার। আধার কার্ডে মিলেছে তাঁর পরিচয়। মাথা ফাটা, রক্তে ভেজা বালিশ, আর ঘরের এলোমেলো অবস্থা দেখে তদন্তকারীরা নিশ্চিত—এটি খুন। এবং খুনটি হয়েছে অত্যন্ত কাছ থেকে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে।

সন্দেহের তীর পলাতক যুগলের দিকে: 

ঘর থেকে বেরিয়ে যাওয়া ওই পুরুষ ও মহিলাই এখন পুলিশের সন্দেহের তালিকায়। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে লালবাজার। হোটেলের প্রতিটি করিডর, লবি, প্রবেশদ্বার—সব জায়গার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ডাকা হয়েছে ডগ স্কোয়াড। 

পার্ক স্ট্রিটের ঘটনার সঙ্গে মিল? 

তদন্তকারীদের একাংশের মতে, সম্প্রতি পার্ক স্ট্রিটের হোটেলে যেভাবে খুনের ঘটনা ঘটেছিল, তার সঙ্গে কসবার ঘটনার বেশ মিল রয়েছে। 
যেমন, অনলাইন ঘর বুকিং, রাতের বেলা অতিথিদের বেরিয়ে যাওয়া, কাক ভোরে হোটেলের ঘর থেকে মৃতদেহ উদ্ধার। 
এই ‘কপি-স্টাইল’ খুন কি কোনও চক্রের কাজ? নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এমন নৃশংস ঘটনা? প্রশ্নের মুখে লালবাজার।

খুনের মোটিভ নিয়ে নিশ্চুপ পুলিশ: 

পুলিশ এখনও খুনের কারণ নিয়ে মুখ খুলছে না। তবে আদর্শ লোসালকার সঙ্গে পলাতক দু’জনের সম্পর্ক, তাঁদের আগের অবস্থান, মোবাইল লোকেশন—সব খতিয়ে দেখা হচ্ছে।

কসবার হোটেল ঘিরে তীব্র আতঙ্ক: 

ঘটনার পর কসবা এলাকার হোটেলগুলিতে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ—কলকাতায় হোটেল খুন কি নতুন কোনও প্রবণতার ইঙ্গিত?
তদন্ত চলছে। পলাতক যুগলকে ধরতে তল্লাশি চলছে শহরের একাধিক জায়গায়।